ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ন্যায়বিচার হলে সব অভিযোগ থেকে খালেদা জিয়া মুক্ত হবেন ॥ রিজভী

প্রকাশিত: ০৬:২৪, ২৮ জানুয়ারি ২০১৮

ন্যায়বিচার হলে সব অভিযোগ থেকে খালেদা জিয়া মুক্ত হবেন ॥ রিজভী

স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ বিচার আইনী প্রক্রিয়ায় চলছে না, এটা আওয়ামী প্রক্রিয়ায় তারা নেয়ার চেষ্টা করছে। ন্যায়বিচার হলে সকল অভিযোগ থেকে খালেদা জিয়া মুক্ত হবেন। শনিবার কুড়িগ্রামের বেলগাছা ইউনিয়নে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে কম্বল বিতরণকালে খালেদা জিয়ার বিচার কার্যক্রম নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, ক্ষমতাসীনদের ইন্ধনে ক্যামেরা ট্রায়াল বা গায়েবি নির্দেশের মাধ্যমে সিদ্ধান্ত এলে বিএনপিসহ ২০ দলীয় জোট তা রাজনৈতিকভাবে মোকাবেলা করবে। ভোটারবিহীন সরকার তাদের নিজেদের নামে সাড়ে ৭ হাজার মামলা প্রত্যাহার করেছে কিন্তু বিএনপির কোন নেতাকর্মীর মামলা প্রত্যাহার করেনি।এ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন সম্পর্কে তিনি বলেন, ঘুঘু একবার ধান খেয়ে যেতে পারে, বার বার পারে না। তিনি শনিবার দুপুরে সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের বসুনিয়ারহাট বাজার সংলগ্ন আউলিয়াপুর হাফিজিয়া মাদ্রাসা মাঠে জিয়াউর রহমানের ৮২তম জন্মদিন উপলক্ষে শীতার্তদের মাঝে ৬ শতাধিক কম্বল বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন। সোনারগাঁয়ে উদ্ধার কিশোরীর লাশ শনাক্ত স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ সোনারগাঁ থেকে উদ্ধার হওয়া হাত-পা বাঁধা ও মুখে স্কচটেপ পেঁচানো অজ্ঞাত কিশোরীর লাশটির পরিচয় মিলেছে। লাশটি চারদিন আগে সিদ্ধিরগঞ্জের গোদনইলে থেকে নিখোঁজ হওয়া স্কুলছাত্রী রোকসানা আক্তারের। শুক্রবার রাতে রোকসানা আক্তারের স্বজনরা নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে গিয়ে লাশটি শনাক্ত করেন। সোনারগাঁ থানা পুলিশ শুক্রবার দুপুরে কাইকারটেক ব্রিজ এলাকা থেকে অজ্ঞাত হিসেবে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। নিহত রোকসানা নারায়ণগঞ্জ মহানগরী সিদ্ধিরগঞ্জ থানার গোদনাইল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী। এ বিষয়ে শনিবার বিকেলে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা দায়ের করা হয়েছে।
×