ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

আটকে রেখে বিয়ের চেষ্টা॥ ছাত্রীর আত্মহত্যা

প্রকাশিত: ০৬:২৩, ২৮ জানুয়ারি ২০১৮

আটকে রেখে বিয়ের চেষ্টা॥ ছাত্রীর আত্মহত্যা

নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ, ২৭ জানুয়ারি ॥ প্রেমের প্রস্তাবে না, বিয়ের সিদ্ধান্তকেও না, তবু জোরপূর্বক আটকে রেখে বিয়ের চেষ্টা অতঃপর গ্রাম্য সালিশে নানান রসাত্মক আলোচনায় অপমান বোধ করে স্বপ্না বেগম নামে এক মাদ্রাসা ছাত্রী আত্মহত্যা করল। এদিকে এখনও ঘটনার সঙ্গে জড়িত ব্যর্থ প্রেমিক নয়ন আহমেদ শান্ত ও সহযোগী আটক না হওয়ায় জনমনে পুলিশী ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। পুলিশ ও স্থানীয়রা জানান, ওই গ্রামের দিনমজুর মোত্তালিব মিয়ার কন্যা ও মাদ্রাসা ছাত্রী স্বপ্না বেগম তার বিদ্যাপীঠে আসা-যাওয়ার সময় প্রেমের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করত একই গ্রামের সাবেক মেম্বার স্বপন মিয়ার পুত্র দোকান কর্মচারী শান্ত মিয়া। একসময় স্বপ্নাকে বিয়ে করারও প্রস্তাব দেয় শান্ত। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার স্বপ্না মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে শান্ত ও সহযোগীর বাধার মুখে পড়ে। একপর্যায়ে শান্ত ও তার অপর সহযোগী স্বপ্নাকে ডেকে নিয়ে যায় দোকানে। এসময় স্বপ্নাকে শান্ত বিয়ে করার কথা জানায়। কিন্তু স্বপ্না তাতে অসম্মতি জানালে তাকে দোকানে আটকে দরজায় তালা দিয়ে শান্ত ও পলাশ চলে যায় বিয়ের সামগ্রী আনতে। এই ফাঁকে মালিক দোকানে এসে দরজার তালা খুলে দেখতে পান ভেতরে স্বপ্না আটক। তিনি বিষয়টি তাৎক্ষণিক স্বপ্নার বাবা-মাকে অবহিত করেন।
×