ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

জনদুর্ভোগ

বদরগঞ্জে শত বছরের সেতু এখন মৃত্যুর ফাঁদ

প্রকাশিত: ০৬:২১, ২৮ জানুয়ারি ২০১৮

বদরগঞ্জে শত বছরের সেতু এখন মৃত্যুর ফাঁদ

সংবাদদাতা, বদরগঞ্জ, রংপুর, ২৭ জানুয়ারি ॥ বদরগঞ্জে কালুপাড়া ইউনিয়নের বুকচিরে বয়ে যাওয়া মরা তিস্তা নদীর ওপর শত বছরের সেতুটি ভেঙ্গে পড়ায় মরণ ফাঁদে পরিণত হয়েছে। ওই সেতু পুনর্নির্মাণ না করায় ভারী যানবাহন চলাচল বন্ধ হয়েছে। প্রতিনিয়ত ওই সেতুর ওপর দিয়ে স্কুল-কলেজগামী শিক্ষার্থী ও যানবাহনসহ হাজারও লোকজন ঝুঁকি নিয়ে চলাচল করছে। সংস্কারের অভাবে সেতুটির অধিকাংশ পিলার ভেঙ্গে মুখথুবড়ে পড়েছে। সূত্রমতে, তৎকালীন সরকারের আমলে ১৩৩৮বাং সালে সেতুটি নির্মাণ করা হয়। গত ১৯৮৮ইং সালের বন্যায় ক্ষতিগ্রস্ত সেতুটির সংস্কার না করায়, এলাকাবাসীর উদ্যোগে সেতুর পাশ দিয়ে বাঁশের সাঁকো নির্মাণ করে অস্থায়ীভিত্তিতে কোন রকমে তারা চলাচল করে আসছিল। কিন্তু গত বছরের ভয়াবহ বন্যায় সেতুটির অধিকাংশ পিলার ভেঙ্গে গেলে চরম জনদুর্ভোগের সৃষ্টি হয়। বৃহস্পতিবার সরেজমিনে দেখা যায়, শংকরপুর ও উত্তর কালুপাড়ার লোকজনের চলাচলের একমাত্র মাধ্যম ওই সেতু। দীর্ঘদিনের সেতুটি সংস্কারের অভাবে পিলারগুলোর অর্ধেকেরও বেশি অংশ ধসে পড়েছে। ইটের তৈরি বিমগুলো মরণ ফাঁদে পরিণত হয়েছে। এদিকে সেতুর ওপর দিয়ে বদরগঞ্জ, কালুপাড়া, শংকরপুর, গুঁটিরডাঙ্গা ও ম-লেরহাট এলাকায় ব্যাটারি চালিত অটোভ্যান, অটোরিক্সা, শিক্ষার্থীসহ প্রতিদিন প্রায় ৪ থেকে ৫ হাজার মানুষ চলাচল করে। এছাড়াও এলাকায় উৎপাদিত কৃষিপণ্য সরবরাহে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে কৃষকদের। এ অবস্থায় যে কোন মুহূর্তে ওই ব্রিজে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। সেতুটির পুনর্নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোন মাথা ব্যথা নেই। এ বিষয়ে জানতে চাইলে স্থানীয় সংসদ সদস্য ডিউক চৌধুরী বলেন, আমি প্রকৌশল অধিদফতরকে জরুরী ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছি।
×