ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

জাতীয় কমিটির বিক্ষোভের ডাক ১২ ফেব্রুয়ারি

প্রকাশিত: ০৬:০৯, ২৮ জানুয়ারি ২০১৮

জাতীয় কমিটির বিক্ষোভের ডাক ১২ ফেব্রুয়ারি

স্টাফ রিপোর্টর ॥ রামপাল প্রকল্প বাতিল, বঙ্গোপসাগরে গ্যাস অনুসন্ধানে জাতীয় সক্ষমতার বিকাশ, রাষ্ট্রায়ত্ত বিদ্যুত খাত রক্ষা, জাতীয় কমিটির বিকল্প প্রস্তাবনা বাস্তাবায়ন ও ফুলবাড়িতে জাতীয় কমিটির নেতৃবৃন্দের নামে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে আগামী ১২ ফেব্রুয়ারি দেশজুড়ে বিক্ষোভ সমাবেশ ও মিছিলের ডাক দিয়েছে তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুত বন্দর রক্ষা জাতীয় কমিটি। শনিবার তোপখানা রোডস্থ নির্মল সেন মিলনায়তনে আয়োজিত জাতীয় কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। সংগঠনের সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদ-এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জাতীয় কমিটির সংগঠক রুহিন হোসেন প্রিন্স, বজলুর রশীদ ফিরোজ, মোশারেফ হোসেন নান্নু, মোফাজ্জেল হোসেন মোস্তাক, মাহিন উদ্দিন চৌধুরী লিটন, মিজানুর রহমান, মমিনুর রহমান, খোরশেদ আলম প্রমুখ। নেতৃবৃন্দ বলেন, ‘গ্যাস সম্পদ অনুসন্ধানে জাতীয় সক্ষমতার পথে নানা বিঘœ সৃষ্টি করে সরকার ব্যয়বহুল এলএনজি আমদানি এবং এলপিজি’র উপর নির্ভরতা সৃষ্টি করছে। দেশ-বিদেশের সকল তথ্য গবেষণা ও প্রবল জনমত সত্ত্বেও সরকার এখনও সুন্দরবনবিনাশী রামপাল প্রকল্প নিয়ে এগিয়ে যাচ্ছে। রাষ্ট্রায়ত্ত বিদ্যুত খাতের অগ্রগতি না ঘটিয়ে ব্যয়বহুল বেসরকারী খাতকে উৎসাহিত করা হচ্ছে। বিশাল ঋণ ও মহাবিপদের ঝুঁকি সত্ত্বেও রূপপুর পারমাণবিক প্রকল্প নিয়ে অগ্রসর হচ্ছে। সাবেক ৪৬ নেতার বিবৃতি ॥ বিভিন্ন প্রগতিশীল ছাত্র সংগঠনের ৪৬ জন সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক এক বিবৃতিতে গত ২৩ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের হামলার নিন্দা জানিয়ে বলেছেন, অতীতেও সরকার সমর্থকদের ছাত্র সংগঠন এ ধরনের নির্লজ্জ সন্ত্রাসী হামলা পরিচালনা করেছে। এর পরিণতি মোটেও সুখকর হয়নি।
×