ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

উত্তরা ভার্সিটিতে বিজনেস অলিম্পিয়াড

প্রকাশিত: ০৬:০৮, ২৮ জানুয়ারি ২০১৮

উত্তরা ভার্সিটিতে বিজনেস অলিম্পিয়াড

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর উত্তরা ইউনিভার্সিটির স্কুল অব বিজনেস-এর উদ্যোগে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো বিজনেস অলিম্পিয়াড-২০১৮। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে শনিবার সকাল ১০টা থেকে শুরু হয়ে দিনব্যাপী চলে এই উৎসব। প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব শুভাশীষ বসু। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে চীনের বেজিং ফরেন স্টাডিজ ইউনিভার্সিটির প্রফেসর ডং ইউ চেন এতে অংশ নেন। বক্তারা বলেন, তরুণ প্রজন্মকে উদ্যোক্তা হতে হলে এখনই স্বপ্ন দেখতে হবে। এজন্য ইচ্ছাশক্তি থাকতে হবে। কারণ বেশিরভাগ ব্যবসা কোটি টাকা দিয়ে শুরু হয় না। স্বপ্ন দেখতে হবে। এরপর সফলতা আসবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরা ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. এম আজিজুর রহমান, উপ-উপাচার্য প্রফেসর ড. ইয়াসমীন আরা লেখা ও ইউনিভার্সিটির রেজিস্ট্রার কাজী মহিউদ্দিন প্রমুখ। বাণিজ্য সচিব শুভাশীষ বসু বলেন, দেশে প্রথমবারের মতো ‘বিজনেস অলিম্পিয়াড’ উৎসবের আয়োজন যুগান্তকারী উদ্যোগ। এ ধরনের অলিম্পিয়াডের মধ্য দিয়ে ব্যবসায় ও ব্যবস্থাপনার ক্ষেত্রে আমাদের দেশের বিজনেস এক্সপার্ট ও ব্যবসায়ীদের সঙ্গে তরুণ প্রজন্মের জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ সৃষ্টি করবে। উৎসবের উদ্দেশ্য হচ্ছে- কলেজের ব্যবসায় বিভাগের শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতা তৈরি করা। ১০টি নামী কলেজ এই উৎসবে অংশ নিয়েছে। প্রতি কলেজ থেকে ব্যবসায় শিক্ষা বিভাগের বাছাইকৃত ১০ জন ছাত্রছাত্রী অলিম্পিয়াডে অংশ নেয়। এদের মধ্যে ব্যবসায় শিক্ষা বিষয়ের উপরে প্রতিযোগিতামূলক পরীক্ষা নেয়া হয়। প্রথম দশজনকে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে নির্বাচিত করা হয় এবং আকর্ষণীয় পুরষ্কার দেয়া হয়।
×