ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নারী আসনে সরাসরি নির্বাচন না হওয়ায় ক্ষোভ

প্রকাশিত: ০৬:০৭, ২৮ জানুয়ারি ২০১৮

নারী আসনে সরাসরি নির্বাচন না হওয়ায় ক্ষোভ

স্টাফ রিপোর্টার ॥ ২০০৮ সালে বর্তমান সরকার যে নির্বাচনী ইশতেহার দিয়েছিল সেখানে নারীর আসন সংখ্যা বৃদ্ধি এবং সরাসরি নির্বাচন ব্যবস্থার কথা বলা হয়েছিল। কিন্তু সেই দাবি এখনও পূরণ হয়নি বলে ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি আয়েশা খানম। তিনি বলেন, ‘বাংলাদেশের নারী সমাজ রাজনীতির মূল শক্তি। টেকসই উন্নয়নের অভীষ্ট ৫ এ যে নারী-পুরুষের সমতার কথা বলা হয়েছে নারীর প্রকৃত ক্ষমতায়ন না হলে তা সম্ভব নয়।’ শনিবার সকাল ১০টায় বাংলাদেশ মহিলা পরিষদ আয়োজিত দুই দিনব্যাপী জাতীয় পরিষদ সভার দ্বিতীয় দিনে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে সরাসরি নির্বাচন, আসন সংখ্যা এক-তৃতীয়াংশ বৃদ্ধি এবং নির্বাচনী এলাকা পুনঃনির্ধারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সভাপতিত্বকালে আয়শা খানম এ মন্তব্য করেন। সভাপতির বক্তব্যে তিনি আরও বলেন, যে নারীরা কৃষিতে অবদান রাখছে, পরিবারে ভূমিকা রাখছে, চ্যালেঞ্জিং পেশায় আসছে সেই নারীদের রাজনৈতিক ক্ষমতায়ন না হলে সমাজের সার্বিক উন্নয়ন সাধিত হবে না। পাঠ্যসূচীতে কৌশলগতভাবে যে পরিবর্তন সাধিত হয়েছে সেদিকে সকলকে দৃষ্টি দিতে হবে বলেও তিনি উল্লেখ করেন। সব শেষে জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে সরাসরি নির্বাচন, আসন সংখ্যা এক-তৃতীয়াংশ বৃদ্ধি এবং নির্বাচনী এলাকা পুনঃনির্ধারণের দাবি জানিয়ে তিনি তার বক্তব্য শেষ করেন। মানববন্ধনে জানানো হয়, মহান যুদ্ধের মধ্য দিয়ে যে সংবিধান আমরা পেয়েছি তার ৭,১০,১৭,২৭,২৮ নং অনুচ্ছেদের বিভিন্ন ধারা-উপধারায় বর্ণিত আছে তৃণমূল থেকে জাতীয় সংসদ সর্বস্তরেই নারীর সম-অধিকার সমমর্যাদা প্রতিষ্ঠার অঙ্গীকার। বাংলাদেশ মহিলা পরিষদ দীর্ঘ প্রায় ২ দশকের অধিক সময় ধরে দাবি জানিয়ে আসছে- জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন সংখ্যা এক তৃতীয়াংশ বৃদ্ধি করে এই আসনসমূহে সরাসরি নির্বাচন প্রক্রিয়া চালু করার জন্য। দশম সংসদ অধিবেশন শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই নারী আসন বিলুপ্ত হয়ে যাবে। তাই তার পূর্বেই যেন সংবিধান সংশোধন করা হয় সেই দাবি করা হয় এই মানববন্ধনে। একই সঙ্গে তৃণমূল থেকে সংসদ পর্যন্ত সকল ক্ষেত্রে যে নারীদের আসন সংখ্যা এক তৃতীয়াংশ করা হয় সেই দাবিও করা হয় এই মানববন্ধনে। মানববন্ধনে উপস্থিত বক্তারা বলেন, আমাদের দেশের মোট জনসংখ্যার অর্ধেক নারী। আমাদের নারী সমাজের দাবি সংসদে নারী আসন সংখ্যা বৃদ্ধি, সংরক্ষিত নারী আসনে সরাসরি নির্বাচন। দীর্ঘ চার দশকের অধিক সময় ধরে বাংলাদেশ মহিলা পরিষদ নারীর রাজনৈতিক ক্ষমতায়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। বর্তমান সরকারকে নারী আসন সংখ্যা বৃদ্ধি ও সরাসরি নির্বাচনের দাবি মেনে নেয়ার আহ্বান জানান বক্তারা। তারা বলেন, বিভিন্ন সময়ে বলা হয় নারী রাজনৈতিক অঙ্গনে আসার জন্য এখনও প্রস্তুত হয়নি। কিন্তু আমরা জানাতে চাই আমরা নারীরা রাজনীতিতে আসার জন্য প্রস্তুত। নারী বিভিন্ন চ্যালেঞ্জিং পেশায় আজ আসছে। কাজেই নারীর রাজনৈতিক ক্ষমতায়নে যেন কোন বাধার সৃষ্টি না হয় সেই দাবি রাখেন বক্তারা। মানববন্ধনে ৫৩টি জেলা শাখা থেকে আগত ৪ শতাধিক নেতা-কর্মী ও সংগঠক অংশগ্রহণ করেন। এতে বক্তব্য রাখেন বাংলাদেশ মহিলা পরিষদ কাউখালী শাখার সভাপতি এবং বাংলাদেশ মহিলা পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য সুনন্দা সমাদ্দার, দিনাজপুর জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য কানিজ রহমান, ময়মনসিংহ জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য মনিরা বেগম অনু।
×