ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

চীনের স্মার্টফোনের বাজারে প্রথমবারের মতো কোন প্রবৃদ্ধি নেই

প্রকাশিত: ০৬:০৬, ২৮ জানুয়ারি ২০১৮

চীনের স্মার্টফোনের বাজারে প্রথমবারের মতো কোন প্রবৃদ্ধি নেই

২০১৭ সালে প্রথমবারের মতো কোন প্রবৃদ্ধি অর্জন করতে পারেনি চীনের স্মার্টফোন বাজার। ক্যানালিস নামে একটি গবেষণা প্রতিষ্ঠান জানাচ্ছে, ওই বছরে চীনের স্মার্টফোন ব্যবসায় ৪ শতাংশ পতন হয়েছে। এর মধ্যে দিয়ে বিশ্বের সবেচেয়ে বড় এ মোবাইল ফোন মার্কেটে টানা ৮ বছরের প্রবৃদ্ধির দিন শেষ হলো। চীনা হ্যান্ডসেট বাজারে এখনও রাজত্ব করছে হুয়াওয়ে, অপো ও ভিভোর মতো ব্র্যান্ডগুলো। সার্বিকভাবে বাজারে ধীরগতি থাকলেও ক্যানালিস বলছে, তারপরও দুই সংখ্যার প্রবৃদ্ধির মুখ দেখেছে হুয়াওয়ে। সময় বদলাচ্ছে। ২০১০ থেকে ২০১৫ সাল পর্যন্ত সময়টার পুরোটাই স্মার্টফোন বাজারটা ছিল মূলত এ্যাপেল ও স্যামসাংয়ের। কিন্তু গত দুই বছরে বাজারে শক্ত অবস্থান নিতে থাকে ছোট চীনা এ্যান্ড্রয়েড স্মার্টফোনগুলো। মূলত অপেক্ষাকৃত কম দামে দ্রুতগতির এন্ট্রি-লেভেল ফোনগুলো এভাবে মানুষের হাতে উঠে আসে। -অর্থনৈতিক রিপোর্টার
×