ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ঝালকাঠি চেম্বারের নির্বাচন

৬ পরিচালকের অব্যাহতি

প্রকাশিত: ০৬:০৫, ২৮ জানুয়ারি ২০১৮

৬ পরিচালকের অব্যাহতি

নিজস্ব সংবাদদাতা, ঝালকাঠি ॥ ঝালকাঠি চেম্বার অব কমার্স নির্বাচনে ৬ সদস্যের নির্বাচন বোর্ডের চেয়ারম্যান ও আপীল বোর্ডের চেয়ারম্যানসহ সদস্যরা নির্বাচন পরিচালনার দায়-দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছে। এই উভয় বোর্ডের সদস্যরা লিখিতভাবে ঝালকাঠি চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রি সভাপতির বরাবরে লিখিতভাবে অব্যাহতিপত্র দাখিল করেছেন। এতে দাবি করা হয়েছে নির্বাচনের তফসিল ২১ নবেম্বর ২০১৭ তারিখ ঘোষণা করা হয় এবং নির্বাচন পরিচালনার স্বার্থে সুষ্ঠু নির্বাচনের জন্য ভোটার আইডি কার্ড প্রস্তুতির জন্য নির্বাচন পরিচালনা বোর্ড সিদ্ধান্ত গ্রহণ করে। সিদ্ধান্ত অনুযায়ী ছবির প্রয়োজনীয়তা দেখা দিলে নির্বাচন পরিচালনা বোর্ড ভোটারদের ছবি চাইলে কতিপয় প্রার্থী নির্বাচন পরিচালনা বোর্ডের সদস্যদের কাছে অসৌজন্যমূলক আচরণ করে যা সুষ্ঠু নির্বাচন পরিচালনা করার ক্ষেত্রে প্রতিবন্ধকতা বলে মনে করে এরা পদত্যাগ করেছে।
×