ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বাণিজ্য মেলায় দেশীয় পণ্যের স্টলে ক্রেতা নেই

প্রকাশিত: ০৬:০৪, ২৮ জানুয়ারি ২০১৮

বাণিজ্য মেলায় দেশীয় পণ্যের স্টলে ক্রেতা নেই

অর্থনৈতিক রিপোর্টার ॥ বাণিজ্যমেলায় অবহেলিত ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের স্টল। শতভাগ দেশীয় পণ্য দিয়ে সাজানো বিভিন্ন স্টলে নেই ক্রেতাদের আনাগোনা। কারণ হিসেবে উদ্যোক্তারা বলছেন, সুবিধাজনক স্থানে স্টল না হওয়ায় আশানুরূপ বিক্রি হচ্ছে না তাদের। বাণিজ্য মেলায় অন্যান্য স্টল যখন ক্রেতাদের পদচারণায় মুখর, তখন ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের স্টলের দৃশ্য এটি। কেউ অলস সময় পার করছেন, আবার কেউবা দোকানই খুলেননি। মেলার পেছনের দিকে স্টল হওয়ায় উদ্যোক্তাদের চোখে মুখে ক্ষোভের ছাপ। হতাশ ক্রেতারাও। তারা বলেন, এ বছর আমরা ভাল সাড়া পাচ্ছি না। কারণ স্টলগুলো একদম ভিতরে চলে এসেছে। লাভ মনে হয় চোখেই দেখতে পাব না। যে আশা নিয়ে আমরা মেলাতে এসেছি সেই আশা আমাদের পূর্ণ হয়নি। আরও ভিড় হলে ভাল হতো। হয় তো সামনে হলে আরও মানুষ আসত। উদ্যোক্তা-ক্রেতাদের অভিযোগ থাকলেও কর্তৃপক্ষ বলছেন ভিন্ন কথা। তারা বলেন, ‘স্টলগুলো পেছনে পড়েছে এই কথাটি পুরো ঠিক না। মেলার প্রতিটি অংশই গুরুত্বপূর্ণ।’ এসব স্টলে দেশীয় শিল্প, সংস্কৃতি ও ঐতিহ্যের নিপুণ কারুকাজ মন কাড়বে যে কারো। লেদার, জুট, প্লাস্টিক, শতরঞ্জি, জামদানি, বুটিকসহ হরেক রকমের ঘর সাজানোর সব পণ্যের মান নিয়েও বেশ সন্তুষ্ট ক্রেতারা। তারা বলেন, আমরা আসলে রফতানি করি। এই প্রথম মেলায় আসছি। সবাই যেন এই পণ্যগুলো সম্পর্কে জানতে পারে। নতুন উদ্যোক্তা গড়ে তুলতে এ খাতে ব্যাংক ঋণ আরও সহজীকরণের দাবিও তাদের।
×