ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আদিবাসী নিহতের জের

ধর্মঘটে অসমের একাংশ অচল ॥ রেল যোগাযোগ বিচ্ছিন্ন

প্রকাশিত: ০৫:৫৯, ২৮ জানুয়ারি ২০১৮

ধর্মঘটে অসমের একাংশ অচল ॥ রেল যোগাযোগ বিচ্ছিন্ন

দিমাসা আদিবাসীদের বিক্ষোভ ও ধর্মঘটে ভারতের অসমের একাংশ অচল হয়ে পড়েছে। অসম থেকে শিলচর ও গুয়াহাটিগামী ট্রেন অবরোধের কারণে মাঝপথে আটকে যাওয়ায় দুই হাজারের বেশি যাত্রী দুর্ভোগে পড়েছেন। অসমের দক্ষিণাঞ্চল, মিজোরাম ও ত্রিপুরার সঙ্গে রেল যোগাযোগ সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েছে বলে জানান নর্থওয়েস্ট ফ্রন্টিয়ের রেলওয়ের প্রধান জনসংযোগ কর্মকর্তা প্রণব জ্যোতি শর্মা। খবর এনডিটিভির। প্রণব বলেন, ২৪ ঘণ্টার বেশি সময় ধরে যাত্রীরা স্টেশনে অপেক্ষা করছে। স্টেশনে ভাংচুর ও রেললাইন উপড়ে ফেলা হয়েছে। পথে রেললাইনের নিরাপত্তা নিশ্চিত না হলে আমরা ট্রেন ছাড়ব না। ট্রেনে আটকেপড়া যাত্রীদের আমরা সড়ক পথে উদ্ধারের চেষ্টা করছি। কয়েকদিন ধরে অসমের দিমা হাসাও এলাকার আদিবাসী দিমাসাদের বিক্ষোভ চলছে। এর মধ্যে বৃহস্পতিবার মাইবাং রেলস্টেশনে বিক্ষোভকারীরা রেললাইন উপড়ে ফেলা, স্টেশনে ভাংচুর ও অগ্নিসংযোগ শুরু করলে পুলিশ তাদের বাধা দেয়। এক পর্যায়ে দুই পক্ষের সংঘর্ষ শুরু হলে পুলিশের গুলিতে দুই বিক্ষোভকারী নিহত এবং ১০ জন আহত হয়। এর জেরে দিমা হাসাও এলাকায় ৪৮ ঘণ্টার ধর্মঘটের ডাক দেয় বিক্ষোভকারীরা।
×