ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

রুশ শান্তি আলোচনা বর্জনের সিদ্ধান্ত সিরীয় বিরোধী গ্রুপের

প্রকাশিত: ০৫:৫৮, ২৮ জানুয়ারি ২০১৮

রুশ শান্তি আলোচনা বর্জনের সিদ্ধান্ত সিরীয় বিরোধী গ্রুপের

সিরিয়ার প্রধান বিরোধী গ্রুপ শুক্রবার বলেছে, আগামী সপ্তাহে অনুষ্ঠিতব্য রুশ শান্তি আলোচনা বর্জন করবে। সিরিয়ায় সাত বছর ধরে চলে আসা বর্বর সংঘাত অবসানে মস্কোর এ কূটনৈতিক উদ্যোগের প্রতি এ বর্জন সিদ্ধান্ত এক বড় আঘাত স্বরূপ। খবর এএফপির। বিরোধী সিরিয়ান নিগোশিয়েশনস কমিশন (এসএনসি) এর টুইটার একাউন্টে বলেছে, রাশিয়ার সম্মেলনে অগ্রগতি ঘটাতে সফল হয়নি। জাতিসংঘ ও সিরীয় যুদ্ধে জড়িত দেশগুলোর প্রতিনিধিদের সঙ্গে দীর্ঘ আলোচনার পর এসএনসি কৃষ্ণসাগর বিনোদন কেন্দ্র সোচিতে আলোচনায় যোগ না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। কয়েক ডজন বিদ্রোহী গ্রুপ এর মধ্যেই সিরীয় প্রশাসনের ক্ষমতাধর সহযোগী মস্কোর উদ্যোগে সোচিতে সোমবারও মঙ্গলবার অনুষ্ঠিতব্য আলোচনার যোগ দিতে অস্বীকার করেছে এবং ভিয়েনায় জাতিসংঘের উদ্যোগে অনুষ্ঠিতব্য দুদিনের এক পৃথক বৈঠকে প্রধান বিরোধী দল যোগ দেবে কিনা এ প্রশ্ন সংশ্লিষ্ট বৈঠককে ম্লান করে ফেলছে। রাশিয়ার উদ্যোগে অনুষ্ঠিত ওই আলোচনা শুক্রবার রাতে গড়িয়েছে। বৈঠকে সিরীয় প্রশাসনের কর্মকর্তা ও এসএনসির প্রতিনিধিরা পৃথকভাবে জাতিসংঘের দূত স্টেফ্যান ডি মিসতুরার সঙ্গে সাক্ষাত করেছেন। এ ক্লান্তিকর বৈঠকের পর মিসতুরা কোন বিশেষ আশাবাদ ব্যক্ত করেননি। জেনেভায় জাতিসংঘের উদ্যোগে এ পর্যন্ত অনুষ্ঠিত ৮ দফা আলোচনা ব্যর্থ হয়েছে। কিন্তু এ ধরনের কোন আভাস পাওয়া যায়নি যে, সিরিয়ায় যুদ্ধোত্তর একটি নতুন শাসনতন্ত্র প্রণয়নের প্রস্তুতি নেয়ার লক্ষ্যে এ যুদ্ধমান পক্ষগুলো মুখোমুখি আলোচনায় মিলিত হয়েছে। ডি মিসতুরা শনিবার রিপোর্টারদের সঙ্গে কথা বলার সময় স্বীকার করেছেন যে, এখন পর্যন্ত এ যুদ্ধের কোন সমাধানে পৌঁছানোর ব্যাপারে নৈরাজ্যজনক ঘাটতি রয়েছে। ডি মিসতুরা বলেন, সোচিতে ১ হাজার ৬শ’ প্রতিনিধিকে আমন্ত্রণ জানানো হয়েছে। জাতিসংঘ অবশ্য আলোচনায় যোগ দেয়ার ব্যাপারে এখনও কোন সিদ্ধান্ত নেয়নি। এ সিদ্ধান্ত নির্ভর করে জাতিসংঘ মহাসচিব আন্তনিও গুতেরেসের ওপর। মিসতুরা রাশিয়ার পাশাপাশি শান্তি উদ্যোগের ওপরে জাতিসংঘ নেতৃত্বাধীন আলোচনার বৈধতার ওপর জোর দেন। তিনি দৃঢ়তার সঙ্গে বলেন যে, সিরিয়া বিষয়ে কোন রাজনৈতিক উত্তরণ ঘটবে জাতিসংঘ নেতৃত্বাধীন জেনেভা প্রক্রিয়ায়। তিনি বলেন, আমার প্রত্যাশা যে, সোচিতে আগামী আলোচনা জেনেভায় জাতিসংঘের অধীন আন্তঃসিরীয় প্রক্রিয়াকে পুনর্জীবন ও বিশ্বাসযোগ্য করতে অবদান রাখবে। পশ্চিমের শক্তিগুলো রুশ শান্তি উদ্যোগকে সন্দেহের দৃষ্টিতে দেখছে। তাদের উদ্বেগ, মস্কো জাতিসংঘের উদ্যোগে আলোচনাকে ক্ষতিগ্রস্ত করতে চাইছে যাতে এর সহযোগী প্রেসিডেন্ট বাশার আল আসাদের হাত শক্তিশালী হয়ে ওঠে।
×