ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

রোবট কর্মী বরখাস্ত

প্রকাশিত: ০৫:৫২, ২৮ জানুয়ারি ২০১৮

রোবট কর্মী বরখাস্ত

একটি ধারণা ছিল যে, মানুষ সুযোগ পেলেই কাজে ফাঁকি দেয়। তারা রোবটের মতো আদেশ-নিষেধ মেনে ভালভাবে কাজ করতে পারে না। এই ধারণাকে পাল্টে দিয়েছে সাম্প্রতিক একটি ঘটনা। গ্রেট ব্রিটেনের একটি দোকান থেকে সম্প্রতি এক রোবট কর্মীকে বরখাস্ত করা হয়েছে। মাত্র সাতদিন কাজের পরই ফ্যাবিও নামের রোবটটিকে কাজ থেকে সরিয়ে নেয়া হয়। যুক্তরাজ্যের হেরিয়ট-ওয়াট ইউনিভার্সিটির গবেষকেরা ফ্যাবিওকে তৈরি করেছিলেন। গত সপ্তাহে এডিনবার্গে মারজোয়াত্তা স্টোরে কাজ শুরু করে ফ্যাবিও। ফ্যাবিও দোকানে প্রথম কয়েক দিন ক্রেতা ও আগতদের স্বাগত জানাত। পাশাপাশি, বিভিন্ন পণ্য সম্পর্কে তথ্যও দিত। কাজের সময় রোবটটির সফটওয়্যার ইন্টারনেটের সঙ্গে সংযুক্ত করা ছিল। ফলে যে কোন বিষয়ে উত্তর দেয়ার জন্য বিভিন্ন তথ্য সরবরাহ করতে পারত ফ্যাবিও। দোকানটির পরিচালক লুসা মারজোয়াত্তা জানান, রোবটটির চলাফেরায় সীমাবদ্ধতা থাকায় সেটি পুরো দোকান ঘুরে কোন নির্দিষ্ট পণ্য কোথায় আছে তা দেখিয়ে দিতে পারত না। তিনি আরও জানান, তারা যে রকম আশা করেছিলাম, রোবটটি সে রকম নৈপুণ্য দেখাতে পারেনি।’ হেরিয়ট-ওয়াট ইউনিভার্সিটির ইন্টার‌্যাকশন ল্যাবের পরিচালক অলিভার লেমন জানান, ফ্যাবিও ছিল একটি প্রোটোটাইপ রোবট। আগামী দুই বছরের মধ্যে তার দল এমন একটি রোবট তৈরি করবে, যা শপিং সেন্টারে কাজ করার জন্য সম্পূর্ণ উপযুক্ত হবে। গবেষক দল জানিয়েছেন, রোবট কখনোই মানুষের পরিপূরক হতে পারে না। মানুষের মতো বিচার করার ক্ষমতা রোবটের অর্জন করা সম্ভব নয়। -টাইমস অব ইন্ডিয়া
×