ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

দেশের মানুষ দুটি দলের কাছে জিম্মি ॥ ড. কামাল

প্রকাশিত: ০৫:৫১, ২৮ জানুয়ারি ২০১৮

দেশের মানুষ দুটি দলের কাছে জিম্মি ॥ ড. কামাল

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, দেশের মানুষ দুটি দলের কাছে জিম্মি হয়ে পড়েছে। এই জিম্মিদশা থেকে তাদের বেরিয়ে আসতে হবে। এই দেশের মানুষ এই দেশের মালিক হয়ে দেশকে পরিচালনা করবে এটাই বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল উল্লেখ করে তিনি বলেন, বঙ্গবন্ধু মাত্র ৫৫ বছর বয়সে জীবন দিয়ে প্রমাণ করেছেন তিনি বাংলার মানুষের জন্য রাজনীতি করেছেন। জাতীয় ঐক্যের ওপর গুরুত্ব আরোপ করে তিনি আরও বলেন জাতি একটি সুষ্ঠু নির্বাচন চায়। ক্ষমতায় থেকে পুলিশ ও অন্য বাহিনী দিয়ে কলাকৌশল করে ভোট কেন্দ্র দখল করে ভোট নেয়া মানুষ চায় না উল্লেখ করে তিনি বলেন দেশে ঐকমত্য আছে আমরা সেটা প্রমাণ করতেই মাঠে নেমেছি । জনগণের অধিকার ও তাদের প্রাপ্য আদায়ের কথা বলতে দিতে হবে বলেও উল্লেখ করেন তিনি। ড. কামাল হোসেন শনিবার বিকেলে সাতক্ষীরা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা গণফোরামের প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন। গণফোরাম সভাপতি বলেন, পুলিশকে অপব্যবহার না করার আহ্বান জানিয়ে বলেন, পুলিশের প্রতীকে শাপলা রয়েছে। শাপলা আমাদের জাতীয় প্রতীক। এর মর্যাদা রক্ষা করতে হবে। তিনি পুলিশকে কোন দলের বাহিনী হিসেবে কাজ না করার আহ্বান জানান। অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন করতে নির্বাচন কমিশনকে নিরপেক্ষভাবে কাজ করতে হবে বলে তিনি উল্লেখ করেন। জেলা গণফোরামের সভাপতি প্রভাষক মামুনুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গণফোরামের নির্বাহী সভাপতি এ্যাডভোকেট সুব্রত চৌধুরী, সহ-সভাপতি আব্দুল আজিজ, যুগ্ম সম্পাদক আ ও ম শফিক উল্লাহ, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ, বিকল্পধারার মহাসচিব মেজর (অব) এমএ মান্নান. আনিুর খান বাবুল প্রমুখ।
×