ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বিদেশে লোক পাঠানোর নামে প্রতারণা ॥ গ্রেফতার ২

প্রকাশিত: ০৫:৫০, ২৮ জানুয়ারি ২০১৮

বিদেশে লোক পাঠানোর নামে প্রতারণা ॥ গ্রেফতার ২

স্টাফ রিপোর্টার ॥ বিদেশে লোক পাঠানোর নামে প্রতারণা করে লাখ টাকা হাতিয়ে নেয়ার সঙ্গে জড়িত দুই প্রতারককে গ্রেফতার করেছে সিআইডি। গ্রেফতারকৃতরা দেশের প্রথমসারির দৈনিক পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে প্রতারণা করতো। তাদের দুই দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ করছে সিআইডি। তানভীরের ব্যাংক একাউন্টে ১৯ লাখ টাকা পাওয়া গেছে। একাউন্ট জব্দ করা হয়েছে। শনিবার দুপুরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) অর্গানাইজড ক্রাইম ইউনিটের বিশেষ পুলিশ সুপার মোল্যা নজরুল ইসলাম এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। তিনি বলেন, ঢাকা থেকে গ্রেফতার করা হয় তানভীর আহম্মেদ (৩৫) ও নাজমুল হাসান সুমনকে (৩৮)। তাদের প্রতারণার ধরন বেশ কৌশলী। তারা দেশের বহুল প্রচারিত পত্রিকায় বিজ্ঞাপন দিত। গত বছরের ১২ সেপ্টেম্বর দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় ‘ভিসা প্রসেসিং’ শিরোনামে একটি বিজ্ঞাপন দেয় গ্রেফতারকৃতরা। বিজ্ঞাপনে হংকংয়ের কিছু ভিসা প্রসেস করা হবে উল্লেখ করা হয়। যোগাযোগের ঠিকানা দেয়া হয় উত্তরা, হাউজ বিল্ডিং, ঢাকায়। সঙ্গে একটি ফোন নম্বর দেয়া হয়। সেই ফোন নম্বরে যোগাযোগ করেন নারায়ণগঞ্জের জিয়াউল হক সুমন ও হায়াত আহম্মদ নামের দুইজন। তারা যোগাযোগ করলে, তাদের ঢাকায় আসতে বলে গ্রেফতারকৃতরা। তাদের সঙ্গে প্রতারকরা যমুনা ফিউচার পার্কের একটি রেস্টুরেন্টে সাক্ষাত করে। হংকং পৌঁছার পর প্রত্যেককে সাড়ে তিন লাখ টাকা করে দিতে হবে বলে মৌখিক চুক্তি হয়। ফ্লাইটের তারিখ নির্ধারিত হয় গত বছরের ২৪ সেপ্টেম্বর। ফ্লাইটের দিন দুইজনকে মোটা অঙ্কের টাকা ডলারে এক্সচেঞ্জ করতে হয়। যে টাকা হংকং যাওয়ার পর দেয়ার কথা ছিল, তা থেকে আট হাজার ডলার প্রতারকরা আগাম নিয়ে নেয়। বলে, বাকি টাকা হংকং পৌঁছার পর দিবেন। এরপর দুইজনকে বিমানবন্দরের ভেতরে প্রবেশ করিয়ে দেয়। তারা বিমানবন্দরের ভেতরে গেলে প্রতারকরা আসছি বলে সেখান থেকে পালিয়ে যায়। এরপর থেকেই প্রতারকদের মোবাইল ফোন বন্ধ। এ ঘটনায় গত বছরের ১৪ নবেম্বর বিমানবন্দর থানায় একটি মামলা দায়ের করেন প্রতারিতরা। মোল্যা নজরুল ইসলাম জানান, ২০০০ সালে তানভীরের সেনাবাহিনীতে রিভার ইঞ্জিনিয়ারিং বিভাগে চাকরি হয়েছিল। ভলিবল খেলতে গিয়ে পায়ে মারাত্মক আঘাত পায়। পরবর্তীতে আর চাকরি করতে পারেনি। বাড়ি বরিশালের বাবুগঞ্জ থানায়। আর নাজমুল হাসান সাউথ ইস্ট ইউনিভার্সিটির টেক্সটাইল বিভাগের শিক্ষার্থী। তার বাড়ি রাজবাড়ির গোয়ালন্দ থানা এলাকায়। একইভাবে প্রতারণার শিকার হওয়া গাইবান্ধার মামুনুর রশীদ সিআইডি কার্যালয়ে সাংবাদিকদের জানান, তিনিও বিজ্ঞাপন দেখে প্রতারকদের ফাঁদে পা দিয়েছিলেন। গ্রেফতারকৃত প্রতারকরা তার কাছ থেকে চার লাখ টাকা হাতিয়ে নিয়েছে। তাকে ইউএস বাংলা এয়ারলাইন্সের টিকেট কেটে দিয়েছিল প্রতারকরা। যাওয়ার আগে চার লাখ টাকা ডলারে এক্সচেঞ্জ করে তার হাতে দেয়ার কথা বলে পালিয়ে যায়। তিনি পিতার জমি বিক্রি করে আর শ্বশুরের কাছ থেকে টাকা নিয়ে চার লাখ টাকা জোগাড় করেছিলেন।
×