ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পদ্মা সেতুর দ্বিতীয় স্প্যান রাখা হয়েছে

প্রকাশিত: ২৩:৫৮, ২৭ জানুয়ারি ২০১৮

পদ্মা সেতুর দ্বিতীয় স্প্যান রাখা হয়েছে

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ ]পদ্মা সেতুর দ্বিতীয় স্প্যান ৭বি (সুপার স্ট্রাকচার) ৩৮ ও ৩৯ নং পিলারের কাছে নেয়া হয়েছে। দ্বিতীয় স্প্যানটি বসানোর মাধ্য দিয়ে সেতুটি ৩০০ মিটার দৃশ্যমান হতে চলেছে। শনিবার সকাল থেকেই শুরু হয় স্প্যান বসানোর আনুসাঙ্গিক আনুষ্ঠানিকতা। এর আগে স্প্যানটি ৩৮ ও ৩৯ নং পিলারের মাঝামাঝি অবস্থান নিয়ে আসা হয়। দুপুর দিকে ধূসর রঙে রাঙানো ১৫০ মিটার দৈর্ঘ্য ও ৩ হাজার ১৪০ টন ওজনের স্প্যানটি দুইটির লিফটিং ফ্রেমের ওপর ও বেয়ারিংয়ের কাছাকাছি রাখা হয়েছে। পদ্মা সেতুর প্রকৌশলীরা জানান, পিলারের উপর স্প্যান বসতে ৩৫ নং পিলার এলাকা থেকে ৩ হাজার ৬শ’ টন ধারণ ক্ষমতার ‘তিয়ান ই’ জাহাজের ক্রেনে করে নিয়ে যাওয়া হয় ৩৮ ও ৩৯ নং পিলার এলাকায়। ৩৮ নং পিলারের সঙ্গে ৭বি স্প্যানটিকে স্থায়ী ওয়েল্ডিং করে দেওয়া হবে এবং এরই মধ্যে লোড বহনের জন্য লিফটিং ফ্রেম তৈরি করা হয়েছে। স্প্যানটি পিলারের উপর রাখার পর বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা চালানো হবে। রাখার পর সব কিছু মিলিয়ে দুই থেকে তিন ঘন্টা সময় লাগবে। ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ এ সেতুতে ৪২ পিলারের ওপর বসবে ৪১টি স্প্যান। এই বসার মধ্য দিয়ে ২টি স্ট্যান স্থাপন হলো। এপর্যন্ত ১০টি স্প্যান ফিটিংসহ ফিনিশিং করা হচ্ছে। আরও ১৬টি স্প্যান চীনে তৈরী করা হয়েছে। বাকীগুলোও এরই মধ্যে তৈরী হয়ে যাবে বলে দায়িত্বশীলরা জানিয়েছেন। পদ্মা বহুমুখী সেতুর মূল আকৃতি হবে দোতলা। কংক্রিট ও স্টিল দিয়ে নির্মিত হচ্ছে এ সেতু ভাগ্য বদলে দিবে দক্ষিণাঞ্চলের মানুষের।
×