ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

টুকরো খবর

প্রকাশিত: ০৭:২৪, ২৭ জানুয়ারি ২০১৮

  টুকরো খবর

হাসপাতাল কর্মচারীদের মিলনমেলা স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতাল ও নার্সিং কলেজের কর্মকর্তা কর্মচারীদের অফিসিয়াল বাৎসরিক মিলন মেলা শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। গাজীপুরের তেতুইবাড়িস্থিত এ হাসপাতালের অডিটোরিয়ামে ওই মিলনমেলা অনুষ্ঠিত হয়। এতে কেপিজে এর এক্সিকিউটিভ ডিরেক্টর মোঃ জোহার বিন ইসমাইল প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতাল ও নার্সিং কলেজের বাৎসরিক অর্থনৈতিক আয়-ব্যয়ের পরিসংখ্যান, ২০১৮ সালের বাজেট ঘোষণা এবং কর্মকর্তা কর্মচারীদের পারফর্মেন্স উপস্থাপন করা হয়েছে। এসময় প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা পদে মালয়েশিয়ার নাগরিক মোঃ তৌফিক বিন ইসমাইলকে এ দায়িত্বভার অর্পণের কথা ঘোষণা দেয়া হয়। নবনিযুক্ত মোঃ তৌফিক বিন ইসমাইল কেপিজে এর বিভিন্ন হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা ও পরিচালক পদে ছিলেন। তিনি ইন্ডিয়ানা স্টেট ইউনিভার্সিটি থেকে স্নাতক এবং ইউনিভার্সিটি অব সাউথ হেভেন থেকে স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন। তিনি জায়তুন বিনতি সুলাইমানের স্থলাভিষিক্ত হয়েছেন। বিদায়ী জায়তুন বিনতি সুলাইমান প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দুই বছর দায়িত্ব পালন করেন। এসময় নবনিযুক্ত ও বিদায়ী কর্মকর্তাদের শুভেচ্ছা জানানো হয় এবং হাসপাতালের ওয়েবসাইট উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে কেপিজে এর নির্বাহী পরিচালক মোঃ জোহর বিন ইসমাইল, শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতাল ও নার্সিং কলেজের বর্তমান প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ তৌফিক বিন ইসমাইল ও বিদায়ী সিইও জায়তুন বিনতি সুলাইমান, মেডিকেল ডিরেক্টর ডাঃ রাজীব হাসান, প্রধান অর্থ কর্মকর্তা নুরাদিলা বিনতি শুইবসহ হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। লক্ষ্মীপুরে কিশোর আটক নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীপুর, ২৬ জানুয়ারি ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি বিকৃত করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দেয়ার অভিযোগে লক্ষ্মীপুরের কমলনগরে হেলাল উদ্দিন নামে এক কিশোরকে আটক করেছে পুলিশ। শুক্রবার দুপুরে উপজেলার ইসলামগঞ্জ বাজার থেকে স্থানীয় যুবলীগ নেতাকর্মীদের সহযোগিতায় তাকে আটক করা হয়। হেলাল তোরাবগঞ্জ ইউনিয়নের ইসলামগঞ্জ এলাকার মোসলেহ উদ্দিনের ছেলে এবং সে স্থানীয় একটি সেলুন দোকানে কাজ করে। জানা যায়, বৃস্পতিবার রাতে এমডি হেলাল নামের একটি ফেসবুক আইডি থেকে প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করে পোস্ট দেয়া হয়। বিষয়টি স্থানীয়দের নজরে এলে থানা পুলিশকে জানানো হয়। পরে অভিযান চালিয়ে পুলিশ হেলালকে আটক করে। অভিযুক্ত হেলাল বলে, আমি ফেসবুক ব্যবহার করতে জানি না। নিজের ব্যক্তিগত কোন আইডি নেই। ষড়যন্ত্র করে অন্য কেউ তাকে ফাঁসাতে প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করে ফেসবুকে দিয়েছে। এটি তার বিরুদ্ধে চক্রান্ত। ১০ ঘর ভস্মীভূত পার্বত্যাঞ্চল প্রতিনিধি, খাগড়াছড়ি ॥ দীঘিনালা উপজেলায় আগুনে পুড়েছে ব্যবসা প্রতিষ্ঠানসহ ১০টি বসতঘর। আগুন লাগার খবর পেয়ে দীঘিনালা ফায়ার সার্ভিসের ১টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণ আনে। এতে ২০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা। বৃহস্পতিবার রাত ১ টার দিকে এ অগ্নিকা-ের ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, পাশের একটি চায়ের দোকানের বৈদ্যুতিক শটসার্কিট থেকে অগ্নিকা-ের সূত্রপাত হয়। মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে। এ সময় স্থানীয়রা আগুন নেভাতে ছুটে গেলেও বৈদ্যুতিক সঞ্চালন লাইন বন্ধ না থাকায় তা সম্ভব হয়নি। এ সময় ২টি আসবাব পত্রের দোকান, ১টি মুদি দোকান, ১টি চায়ের দোকানসহ ৪টি বসতবাড়ি পুড়ে ছাঁই হয়ে গেছে। কেরানীগঞ্জে মাছের আকাল নিজস্ব সংবাদদাতা, কেরানীগঞ্জ, ২৬ জানুয়ারি ॥ কেরানীগঞ্জে ডোবা-নালা ভরাট ও পানি সংকটের কারণে মাছের অভাব দেখা দিয়েছে। ভূমিদস্যুরা পাল্লা দিয়ে অপরিকল্পিতভাবে পুকুর, খাল-বিল ও জলায়শ ভরাট করে প্লট ব্যবসা চালিয়ে যাচ্ছে। আর এতে জলাশয়ের অভাবে চাষিরা মাছ চাষ করতে পারছে না। তাই কেরানীগঞ্জে মাছের তীব্র সংকট দেখা দিয়েছে। এছাড়া মৎস্য উৎপাদনের মুখ্য চালিকাশক্তি দরিদ্র মৎস্যজীবীদের অজ্ঞতা, অসাধু ব্যবসায়ী, প্রভাবশালী ভূমিদস্যু চক্র, মৎস্য বিভাগের কিছু কর্মকর্তা-কর্মচারীর উদাসীনতা, দুর্নীতি, সময়োপযোগী পদক্ষেপের অব্যবস্থাপনা ও কালের বিরূপ প্রভাবে এক সময়ের মাছের অঞ্চল খ্যাত কেরানীগঞ্জ এখন মাছের আকাল দেখা দিয়েছে। মাছের অভাবে এলাকার মৎস্যজীবীরা জাত ব্যবসা ছেড়ে জীবিকা নির্বাহের জন্য অন্য পেশা বেছে নিতে বাধ্য হচ্ছে। সরেজমিন ঘুরে দেখা গেছে, কেরানীগঞ্জ ঢাকা শহরের অতি সন্নিকটে হলেও সরকারের হিসেবে এটি একটি নিচু অঞ্চল, বন্যাসহ প্রাকৃতিক বিপর্যয় থেকে রাজধানী ঢাকাকে বাঁচাতে কেরানীগঞ্জের ভূমিকা রয়েছে অনেক। সরকারের নিষেধাজ্ঞা রয়েছে যাতে কেরানীগঞ্জে ডোবা নালা, পুকুর, খাল-বিল ও ধানি জমিসহ সকল প্রকার জলাশয় ভরাট না করা হয়। যাতে বন্যার সময় পানি বৃদ্ধি পেলে রাজধানী ঢাকায় জলাবদ্ধতার সৃষ্টি না হয়। তাই এক সময় কেরানীগঞ্জে ডোবা নালা, খাল শাখা খালগুলোতে পানি ছিল ভরপুর। তাই এখানে প্রচুর মাছ চাষ হতো। সে মাছগুলো কেরানীঞ্জের চাহিদা মিটিয়ে ঢাকা শহরসহ দেশের বিভিন্ন জেলায় বিক্রি করা হতো। কিন্তু বর্তমানে সরকারের আদেশ অমান্য করে এক শ্রেণীর ভূমিদস্যু চক্র কেরানীগঞ্জে এখন সকল প্রকার জলাশয়সহ ধানি জমি ভরাট করে প্লট বাণিজ্য গড়ে তুলেছে। আর এতে জলাশয়ের অভাবে মাছ চাষীরা মাছ চাষ করতে পারছে না। কৃষকও পাচ্ছেনা সেচের পানি। আর উপজেলা মৎস্য কর্মকর্তাদের তদারকি না থাকায় এ পেশায় কেউ অনুপ্রাণিতও হচ্ছে না। তাই দিন দিন কেরানীগঞ্জে মাছের সংকট দেখা দিচ্ছে।
×