ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মুন্সীগঞ্জে বীভৎসতা দেখে বৃদ্ধার মৃত্যু

প্রকাশিত: ০৭:২৩, ২৭ জানুয়ারি ২০১৮

মুন্সীগঞ্জে বীভৎসতা দেখে বৃদ্ধার  মৃত্যু

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ লৌহজং উপজেলার যশলদিয়া মসজিদের আঙ্গিনায় পিটিয়ে মোঃ আসাদুজ্জামান (২৮) নামের এক যুবককে হত্যায় করায় মামলা হয়নি, কেউ গ্রেফতারও হয়নি। নারকীয় এই ঘটনায় স্তম্ভিত এলাকাবাসী ভয়ে মুখ খুলতে সাহস পাচ্ছে না। এদিকে ময়নাতদন্তের জন্য লাশ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে শুক্রবার ময়নাতদন্ত হয়নি। শনিবার ময়নাতদন্তের কথা রয়েছে। নিহতের ভাই মনিরুজ্জামান শুক্রবার বিকেলে জানান, থানায় মামলা করতে গেলে পুলিশ গড়িমসি করছে। ভাই বাদী হওয়ার বিষয়ে পারিবারিক সিদ্ধান্ত হলেও পুলিশ বলছে বাদী করতে হবে নিহতের স্ত্রীকে। তবে ওসি আনিচুর রহমান জানান, নিহতের ভাই ও স্ত্রীকে একত্রে থানায় আসতে বলা হয়েছে। তারা যাকে বাদী করতে চান তাকেই বাদী করা হবে। ওসি বলেন, নিহতের শরীরে তিনটি বড় আঘাতে রয়েছে। এগুলো গুলি নয়, ধারণা করা হচ্ছে ক্রিকেটের স্টাম্প দিয়ে গাঁই (আঘাত) মেরেছে। লাশের সুরত হাল রিপোর্ট তৈরি করেছেন লৌহজং থানার এসআই হাবিবুর রহমান। তিনি জানান, লাশের পিঠে তিনটি, চোখের সামনে একটিসহ পাঁচটি জখম রয়েছে। শুকুর জান (৬৫) হার্টএ্যাটাক করে ঘটনাস্থলেই মারা যান। মৃত ইসমাইল চোকদারের স্ত্রীর এই মৃত্যুও এলাকায় নাড়া দিয়েছে। তবে ভয়ে কেউই মুখ খুলতে সাহস পাচ্ছে না। এই বিষয়ে ওসি জানান, বীভৎসতা দেখে মারা গেছে এমন বিষয় তিনি নিশ্চিত নন। তবে ওই সময় একজন মহিলা মারা গেছেন।
×