ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বাংলাদেশের যাত্রাগানে মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু শীর্ষক সেমিনার

প্রকাশিত: ০৭:২২, ২৭ জানুয়ারি ২০১৮

বাংলাদেশের যাত্রাগানে  মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু  শীর্ষক সেমিনার

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ সোনারগাঁয়ে মাসব্যাপী লোক কারুশিল্প মেলা লোকজ উৎসবের মধ্যে ‘বাংলাদেশের যাত্রাগানে মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। শুক্রবার বাংলার প্রাচীন রাজধানী ঐতিহাসিক সোনারগাঁও পরিণত হয়েছে উৎসবের নগরীতে। জগতের সকল আঁধার অমঙ্গল বিদূরিত করে জ্বলে উঠুক মঙ্গলপ্রদীপ শিখা-এ ব্রত নিয়ে মঙ্গলপ্রদীপ প্রজ্বলনের মাধ্যমে ফাউন্ডেশনের পরিচালক কবি রবীন্দ্র গোপের সভাপতিত্বে দিনব্যাপী নানা অনুষ্ঠানমালার আয়োজন করা হয়। এ উপলক্ষে সোনারতরী লোকজমঞ্চে বাংলা একাডেমির উপ-পরিচালক ড. তপন বাগচী রচিত ‘বাংলাদেশের যাত্রাগানে মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু’ শীর্ষক সেমিনার উপস্থাপিত হয়।
×