ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

জটিল রোগে আক্রান্ত যুবক স্বাভাবিক জীবনে ফিরতে চান

প্রকাশিত: ০৭:২২, ২৭ জানুয়ারি ২০১৮

জটিল রোগে আক্রান্ত যুবক স্বাভাবিক জীবনে ফিরতে চান

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ চকরিয়ার টগবগে যুবক আবদুর রহমান জটিল রোগে ১৬ বছর ধরে কাতরাচ্ছে। চিকিৎসকরা বলেছেন ওই যুবককে স্বাভাবিক জীবনে ফেরাতে প্রয়োজন তার উন্নত চিকিৎসা। এই জন্য দরকার বিপুল টাকা। যুবক আবদুর রহমান সুন্দর পৃথিবীতে বেঁেচ থেকে আবারও স্বাভাবিক জীবনে ফেরত আসতে চান। সেই জন্য তিনি সরকার প্রধান শেখ হাসিনা, সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় ও দেশের বিত্তমান মানুষদের সহযোগিতা চান। মাত্র ২৮বছর বয়সের এই যুবক এখন পরাজিত হচ্ছেন জটিল রোগে। শরীরের নিচের অংশে তার মাংসপেশি বেড়ে যাচ্ছে দিনের পর দিন। প্রায় ত্রিশ কেজি ওজনের অতিরিক্ত মাংসপেশি নিয়ে চিকিৎসা খরচ যোগাতে এবং সংসারের ঘানি টানতে যুবক আবদুর রহমান এখন ভিক্ষার থলে হাতে নিয়ে ঘুরছেন বিভিন্ন স্থানে। তবে শরীরের এত পরিমাণ অতিরিক্ত ওজন নিয়ে ভালভাবে চলাফেরা করতেও পারছে না হতভাগা এই যুবক। জানা গেছে, চকরিয়া পূর্ববড় ভেওলা আনিসপাড়ার টুনু মিয়ার পুত্র আবদুর রহমানের বাড়িভিটা ছাড়া পরিবারে অন্য কোন সম্পদ নেই। বলতে গেলে পরিবারটি একেবারে নিঃস্ব। বাবা মারা গেছে তার জন্মের অন্তত ১২বছর পর। কিশোর বয়সে আবদুর রহমান অন্য দশজনের মতো কাজ করে আয়ের টাকায় সংসারে ভরণপোষণ করত। ১২বছর বয়সে বাবা মারা যাওয়ার পর মা ও ভাই বোনের খাবার জোগাড় করতে শ্রমিক হিসেবে কাজ করত খাবার হোটেলে। প্রথমদিকে বিভিন্ন জনের কাছ থেকে সাহায্য নিয়ে মা-ভাইয়েরা তার চিকিৎসা চালালেও পরে সামর্থ্য হারিয়ে ভিক্ষা করতে নামে আবদুর রহমান।
×