ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বাঁশখালীতে স্কুলের হীরকজয়ন্তী উদ্বোধন

প্রকাশিত: ০৭:২১, ২৭ জানুয়ারি ২০১৮

বাঁশখালীতে স্কুলের  হীরকজয়ন্তী  উদ্বোধন

নিজস্ব সংবাদদাতা, বাঁশখালী, ২৬ জানুয়ারি ॥ বাঁশখালী উপজেলায় পশ্চিম বাঁশখালী উচ্চ বিদ্যালয়ের ৬০বছর পূর্তি উপলক্ষে ২ দিনব্যাপী হীরকজয়ন্তী অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকেলে বিদ্যালয়ের মাঠে উদ্বোধনী ও আলোচনা সভা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের প্রফেসর ড. ছিদ্দিক আহমদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন হীরকজয়ন্তী অনুষ্ঠানের নির্বাহী চেয়ারম্যান ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের প্রফেসর চৌধুরী মোহাম্মদ আলী, সিনিয়র এএসপি র‌্যাব-১১ জসিম উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুর রহমান মোল্লা, থানা অফিসার ইন-চার্জ (ওসি) সালাহ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল গফুর, দফতর সম্পাদক শ্যামল দাশ, উপজেলা যুবলীগের সভাপতি অধ্যাপক তাজুল ইসলাম, বার্জার পেইন্ট চট্টগ্রামের কর্মকর্তা আমিনুল হক, প্রধান শিক্ষক মীর কাশেম, সাবেক প্রধান শিক্ষক আবদুল আলীম, চাম্বল ইউপি চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী, বাহারছড়া ইউনিয়ন আওয়মী লীগ সভাপতি মোস্তাক আলী চৌধুরী টিপু ও আবদুল অদুদ লেদু। খাগড়াছড়িতে পুনর্মিলনী পার্বত্যাঞ্চল প্রতিনিধি খাগড়াছড়ি থেকে জানান, পাহাড়ের প্রাচীন বিদ্যাপীঠ গুইমারা উচ্চ বিদ্যালয়ের প্রথম পুনর্মিলনী উৎসব পালিত হচ্ছে। শুক্রবার বেলা সাড়ে ১১টায় স্কুল ক্যাম্পাসে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বেলুন উড়িয়ে পুনর্মিলনী উৎসবের উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি। পরে গুইমারা সদরে শোভাযাত্রা বের করা হয়। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শুক্রবার সকাল থেকে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে স্কুল ক্যাম্পাসে জড়ো হতে থাকে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয় পুরো স্কুল ক্যাম্পাস। ব্যাচভিত্তিক ব্যানার, টি-শার্ট এ স্মৃতিচারণ, সেলফি, ফ্রেমবন্দী হওয়াসহ আড্ডায় মুখর ছিল সারাদিন। খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন, ভারত প্রত্যাগত শরণার্থী পুনর্বাসন টাস্কফোর্সের চেয়ারম্যান ও সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা, ইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ কামরুজ্জামান, জেলা প্রশাসক মোঃ রাশেদুল ইসলাম প্রমুখ।
×