ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সখীপুর ছাত্রলীগের কমিটি ঘোষণার প্রতিবাদে বিক্ষোভ

প্রকাশিত: ০৭:২০, ২৭ জানুয়ারি ২০১৮

সখীপুর ছাত্রলীগের কমিটি ঘোষণার  প্রতিবাদে বিক্ষোভ

নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল, ২৬ জানুয়ারি ॥ সখীপুর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটি ঘোষণার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে এমপির পক্ষের ছাত্রলীগ নেতাকর্মীরা। এ সময় বিক্ষুব্ধ নেতাকর্মীরা মিছিল শেষে উপজেলা ফোয়ারা চত্বরে টায়ার জ্বালিয়ে ঢাকা-সখীপুর সড়ক অবরোধ করে রাখে। এছাড়া অঘোষিতভাবে শুক্রবার সকালে উপজেলা শহরে আধাবেলা হরতাল পালন করেছে ছাত্রলীগের পদবঞ্চিতরা। বিক্ষুব্ধ নেতাকর্মীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম জোয়াহেরকে সখীপুরে অবাঞ্ছিত ঘোষণা করে তার কুশপুতুলে আগুন দেয়। এদিকে এ ঘটনার পরিপেক্ষিতে কেন্দ্রীয় ছাত্রলীগ শুক্রবার দুপুরে সখীপুর উপজেলা ছাত্রলীগের সকল সাংগঠনিক কার্যক্রম স্থগিত ঘোষণা করেছে। কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক জাকির হোসাইন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। জানা যায়, বৃহস্পতিবার রাতে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম সমর্থিত উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সজিব আহমেদকে আহ্বায়ক করে ১০১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করে জেলা ছাত্রলীগ। এতে ৬ জনকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। তারা হলো- খান রফিক, আজাদ হিরা, আবু শিহাব, জামিল আহমেদ, রাসেল আল মামুন ও ফরিদুল ইসলাম ফরিদ। জেলা ছাত্রলীগের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সোহেল ১০১ সদস্যবিশিষ্ট সখীপুর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটির অনুমোদন দেন। এ খবর ছড়িয়ে পড়লে সংসদ সদস্য অনুপম শাহজাহন জয় সমর্থিত ও পদবঞ্চিত ছাত্রলীগের নেতাকর্মীরা ওই কমিটিকে অবৈধ ঘোষণা করে তা বাতিলের দাবিতে বিক্ষোভ করেন। পরে তারা লাঠিসোঁটা নিয়ে বিক্ষোভ মিছিল বের করে। একপর্যায়ে ঢাকা-সখীপুর সড়কের মোখতার চত্বর অবরোধ করে জোয়াহেরুল ইসলামের ছবিতে আগুন দেয়। এ সময় তারা জোয়াহেরুল ইসলামের সাঁটানো বিলবোর্ড ভাংচুর করে। এ সময় বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আরিফ সরকার, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম শরিফ, সরকারী মুজিব কলেজ ছাত্রলীগের ভিপি আব্দুর রউফ, জিএস রাসেল আল মামুন, পৌর ছাত্রলীগের আহ্বায়ক সোহেল সিকদার, মুজিব কলেজ ছাত্রলীগের সভাপতি তৌহিদুল ইসলাম প্রমুখ।
×