ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

টঙ্গীতে গার্মেন্টস কর্মকর্তাকে গলা কেটে হত্যা

প্রকাশিত: ০৭:২০, ২৭ জানুয়ারি ২০১৮

টঙ্গীতে গার্মেন্টস কর্মকর্তাকে গলা  কেটে হত্যা

নিজস্ব সংবাদদাতা, টঙ্গী, ২৬ জানুয়ারি ॥ বৃহস্পতিবার রাত ১০টার দিকে টঙ্গীর সাতাইশ দক্ষিণপাড়া এলাকায় একদল দুর্বৃত্ত গার্মেন্টসের এক কর্মকর্তাকে গলা কেটে হত্যা করেছে। তার নাম আব্দুল হান্নান সর্দার। পিতার নাম তৈয়ব আলী সর্দার। তার বাড়ি পাবনা জেলার ফরিদপুর থানার কৃষ্ণনগর গ্রামে। তিনি টঙ্গীর খা পাড়া রোডের সিজন গার্মেন্টসের কোয়ালিটি কন্ট্রোলার হিসেবে কর্মরত ছিলেন। টঙ্গী থানার ওসি ফিরোজ তালুকদার জনান, কে বা করা তাকে হত্যা করেছে তা তদন্তের পর বলা যাবে। এলাকাবাসীও বলতে পারছে না তাকে কি কারণে হত্যা করা হয়েছে। রাতে অফিস থেকে ফেরার পথে হান্নান সর্দার এ হত্যাকা-ের শিকার হন। দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তাকে গলা কেটে হত্যা করে ফেলে রেখে যায়। রক্তাক্ত অবস্থায় এলাকাবাসী তাকে উদ্ধার করে টঙ্গী আহসান উল্লাহ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নড়াইলে ব্যবসায়ী নিজস্ব সংবাদদাতা নড়াইল থেকে জানান, নড়াগাতি থানার মহাজন বাজারের পাশে সরিষা ক্ষেত থেকে স্বপন বিশ্বাস (৪৫) এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে মৃতদেহটি উদ্ধার করে। স্বপন বিশ্বাস মাছ ব্যবসায়ী ও মহাজন গ্রামের মৃত রবিন বিশ্বাসের ছেলে।জানা যায়, শুক্রবার সকালে মহাজন বাজারের পাশে নবগঙ্গা নদীর তীরে সরিষা ক্ষেতে স্থানীয় লোকজন একটি মৃতদেহ দেখে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুপুরের দিকে লাশটি উদ্ধার করে। নিহত স্বপন বিশ্বাসের ছেলে পার্থ বিশ্বাস জানায়, তার পিতা বৃহস্পতিবার দুপুরে বাড়ি থেকে মাছ বিক্রয় করার জন্য বের হয়ে রাতে বাড়ি যায় নাই। সোনারগাঁয়ে কিশোরী স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ থেকে জানান, সোনারগাঁয়ে অজ্ঞাতনামা (১২) এক কিশোরীর বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বেলা ১১টায় উপজেলার কাইকারটেক ব্রিজ এলাকা থেকে সোনারগাঁ পুলিশ হাত-পা বাঁধা অবস্থায় কিশোরীর বস্তাবন্দী লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে। সন্ধ্যা সোয়া ৬টা পর্যন্ত উদ্ধার হওয়া লাশের কোন পরিচয় মেলেনি। সোনারগাঁ থানার ওসি মোরশেদ আলম জানান, শুক্রবার বেলা ১১টায় কাইকারটেক ব্রিজ এলাকায় বস্তাবন্দী একটি লাশ দেখতে পেয়ে স্থানীয়রা থানা পুলিশে খবর দেয়। পরে পুলিশ কিশোরীর লাশ উদ্ধার করে। এ সময় কিশোরীর লাশের হাত-পা রশি দিয়ে ও মুখ স্কচটেপ দিয়ে বাধা ছিল। ফরিদপুরে হিজড়ার লাশ উদ্ধার নিজস্ব সংবাদদাতা ফরিদপুর থেকে জানান, নগরকান্দায় খুশি ওরফে রফিকুল ইসলাম (১৯) নামের এক হিজড়ার (তৃতীয়লিঙ্গ) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বেলা ১১টার দিকে লস্করদিয়া ইউনিয়নের লস্করদিয়া পশ্চিমপাড়া গ্রামে নিজ বাড়ির পাশের বাগানের একটি আমগাছ থেকে গলায় রশি দেয়া ঝুলন্ত অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। খুশি ওরফে রফিকুল ইসলাম ওই গ্রামের আবদুর রব মোল্লার সন্তান। এলাকাবাসী ও মৃতের পরিবারের লোকদের কাছ থেকে জানা যায়, রফিকুলের বাবার দুই স্ত্রী। প্রথম স্ত্রীর এক ছেলে তিন মেয়ে এবং দ্বিতীয় স্ত্রীর রফিকুলসহ দুই ছেলে এক মেয়ে।
×