ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সড়ক দুর্ঘটনা

শিক্ষক ও ছাত্রছাত্রীসহ নিহত ছয়

প্রকাশিত: ০৭:১৯, ২৭ জানুয়ারি ২০১৮

শিক্ষক ও ছাত্রছাত্রীসহ নিহত ছয়

জনকণ্ঠ ডেস্ক ॥ সড়ক দুর্ঘটনায় বরিশালে স্কুলছাত্রী ও শিক্ষক, ফরিদপুরে স্কুলছাত্র, দিনাজপুরে ট্রাকচালক, নারায়ণগঞ্জে ব্যবসায়ী, রূপগঞ্জে নারী নিহত হয়েছেন। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের। বরিশাল কুলখানির দাওয়াত খেয়ে বাবার ইজিবাইকে বাড়িতে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি উল্টে মারা গেছে ষষ্ঠ শ্রেণীর ছাত্রী ফাতেমা আক্তার (১১)। বৃহস্পতিবার রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ফাতেমা মারা যায়। ঘটনাটি ঘটেছে জেলার উজিরপুর-ধামুড়া আঞ্চলিক সড়কের মূলপাইন নামকস্থানে। জানা গেছে, পৌর সদরের রাখালতলার বাসিন্দা রহমান সেরনিয়াবাত তার গ্রামের বাড়ি বড়াকোঠার এক নিকট আত্মীয়ের কুলখানির অনুষ্ঠান শেষে বৃহস্পতিবার বিকেলে মেয়ে শের-ই-বাংলা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী ফাতেমা আক্তারকে নিয়ে নিজের ইজিবাইকে করে পৌর সদরের বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে মূলপাইন এলাকা অতিক্রমকালে ইজিবাইক চালক (ফাতেমার বাবা রহমান সেরনিয়াবাত) নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে পড়েন। এতে ফাতেমা গুরুতর আহত হলে তাকে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় ফাতেমাকে বরিশাল শেবাচিমে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে ফাতেমা মারা যায়। এদিকে নগরীর নতুনবাজার সংলগ্ন এলাকায় শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে ব্যাটারি চালিত ইজিবাইকের ধাক্কায় বিশ্বনাথ চক্রবর্তী (৬৫) নামের এক প্রবীণ শিক্ষক নিহত হয়েছেন। সে নগরীর অমৃত লাল দে সড়কের ঝাউতলা প্রথম গলি এলাকার বাসিন্দা। নিহতের প্রতিবেশী শুভ সেন জানান, রাস্তা পারাপারের সময় ইজিবাইকের ধাক্কায় গুরুতর আহত বিশ্বনাথ চক্রবর্তীকে উদ্ধার করে শেবাচিম হাসপাতালে ভর্তি করার পর চিকিৎসাধীন অবস্থায় দুপুর একটার দিকে তার মৃত্যু হয়। ফরিদপুর নগরকান্দায় ইজিবাইক উল্টে যাওয়ায় তার নিচে চাপা পড়ে কাজী হুসাইন (১২) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে উপজেলার লস্করদিয়া ইউনিয়নের জুঙ্গুরদী পূর্বপাড়া মাদরাসার কাছে তারমা-নগরকান্দা সড়কে এ দুর্ঘটনা ঘটে। কাজী হুসাইন নগরকান্দা উপজেলার কাইচাইল ইউনিয়নের দক্ষিণ কাইচাইল গ্রামের কাজী নিজামউদ্দিনের ছেলে এবং নগরকান্দা এমএন একাডেমির ৭ম শ্রেণীর ছাত্র। সে উপজেলার শশা গ্রামে বোনের বাড়ি থেকে বেড়িয়ে নিজ বাড়িতে ফেরার পথে দুর্ঘটনার শিকার হয়। দিনাজপুর ফুলবাড়ী উপজেলায় এক ট্রাকের চাপায় অপর ট্রাকচালক নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন ট্রাকের হেলপার। শুক্রবার ভোরে দিনাজপুর-ঢাকা মহাসড়কের ফুলবাড়ি উপজেলার রাঙ্গামাটি নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহত ট্রাক চালক ঠাকুরগাঁও সদর উপজেলার প্রধানপাড়া গ্রামের আব্দুর রহিমের ছেলে আহসান হাবিব বাবু (৪২)। আহত ট্রাকের হেলপার শফিকুল ইসলামকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নারায়ণগঞ্জ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ মহানগরীর সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকায় যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে ইলিয়াস আলী (৩০) নামে এক কাপড় ব্যবসায়ী নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুরে। নিহত ইলিয়াস আলীর পিতার নাম আব্দুর রাজ্জাক। ইলিয়াস আলী সিদ্ধিরগঞ্জের নাসিক ১নং ওয়ার্ডের সিআই খোলার কাপড় ব্যাবসায়ী। সে সিদ্ধিরগঞ্জের পাইনাদী শাপলা চত্বর এলাকার সোহেলের বাড়ির ভাড়াটিয়া ছিল। রূপগঞ্জ নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্বপ্না বেগম (২৮) নামে এক নারী ট্রাক চাপায় নিহত হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার গোলাকান্দাইল এলাকার এশিয়ান হাইওয়ে (বাইপাস) সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত স্বপ্না বেগম চাঁদপুর জেলার হাইমচর থানার রামতরীর আনোয়ার হোসেনের মেয়ে। জানা গেছে, শুক্রবার দুপুরে গোলাকান্দাইল এলাকার এশিয়ান হাইওয়ে (বাইপাস) সড়ক দিয়ে স্বপ্না বেগম রাস্তা পার হচ্ছিল। এসময় একটি দ্রুতগামী ট্রাক এসে তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
×