ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সাতক্ষীরায় বিচারক সঙ্কটে মামলা জট ॥ চরম ভোগান্তি

প্রকাশিত: ০৭:১৬, ২৭ জানুয়ারি ২০১৮

সাতক্ষীরায়  বিচারক  সঙ্কটে মামলা জট ॥ চরম ভোগান্তি

মিজানুর রহমান, সাতক্ষীরা ॥ বিচারক সঙ্কট চলছে সাতক্ষীরা জজশিপ ও ম্যাজিস্ট্রিতে। আর এ কারণে সাতক্ষীরার জজশিপ ও ম্যাজিস্ট্রেসিতে প্রায় ৫০ হাজার মামলার জট সৃষ্টি হয়েছে। বিচারক সঙ্কটের কারণে এসব মামলা দ্রুত নিষ্পত্তি করা সম্ভব হচ্ছে না। জেলা জজশিপে ১৪ বিচারকের স্থলে আছেন ৯ এবং ম্যাজিস্ট্রেসিতে ৯ বিচারকের স্থলে আছেন মাত্র ৪ বিচারক। এতে ভোগান্তির শিকার হচ্ছেন বিচারপ্রার্থী সাধারণ মানুষ। প্রাপ্ত তথ্যে জানা যায়, সাতক্ষীরা জজশিপে বিচারাধীন মামলা ৮ হাজার ৬৪০টি। এর মধ্যে দায়রা মামলা ৩ হাজার ১৮২টি, এসটিসি মামলা ২ হাজার ৮৮৪টি। বিশেষ মামলা ৩৫টি, ফৌজদারি আপীল মামলা ১ হাজার ১১টি, ফৌজদারি রিভিশন মামলা ১ হাজার ২৭৪টি, ফৌজদারি বিবিধ মামলা ১৬৮টি, এসিড অপরাধ মামলা ২৫টি, জননিরাপত্তা মামলা ২টি, সন্ত্রাস মামলা ২টি এবং শিশু মামলা রয়েছে ৫৭টি। এছাড়া সিভিল মামলা রয়েছে ২৫ হাজার ৩৪টি। এর মধ্যে আপীল মামলা ১ হাজার ২৫০টি, স্বত্ব/অন্যপ্রকার মামলা (দেওয়ানি) ৭ হাজার ৬৯৯টি, টাকার মামলা ১৬৫টি, এসসিসি মামলা ৮টি, পারিবারিক মামলা ৭৮৫টি, নির্বাচনী মামলা ১৭টি, মিস কেস ১ হাজার ১৪৬টি, জারি মামলা ৯২২টি, সিভিল রিভিশন মামলা ২৯৩টি, অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ মামলা ৫ হাজার ৫৮টি এবং ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল মামলা রয়েছে ৭ হাজার ৬৯১টি। অপরদিকে সাতক্ষীরা ম্যাজিস্ট্রেসিতে বিচারাধীন মামলা ১৩ হাজার ৭৮৫টি। সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বিচারাধীন মামলা ২ হাজার ৮৪৫টি। প্রায় ১০ মাস বিচারক শূন্যতার পর চলতি জানুয়ারি মাসে এ ট্রাইব্যুনালে যোগদান করেছেন হোসনে আরা আক্তার নামে এক বিচারক। ফলে দীর্ঘদিন পর হলেও বিচার পেতে শুরু করেছে সাতক্ষীরার নারী ও শিশু আদালতের বিচারপ্রার্থী সাধারণ মানুষ। সূত্র আরও জানায়, সাতক্ষীরা জজশিপে ১৪ বিচারকের স্থলে আছেন ৯। শূন্য রয়েছে ৫টি পদ। এগুলো হচ্ছে সদর, আশাশুনি, শ্যামনগর ও দেবহাটা সহকারী জজ এবং সহকারী জজের অতিরিক্ত আরও ১টি পদ। এছাড়া ম্যাজিস্ট্রেসিতে ৯ বিচারকের স্থলে আছেন মাত্র ৪ বিচারক। এখানেও শূন্য রয়েছে ৫টি পদ। এগুলো হচ্ছে, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ২ এবং জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ৩জন। ফলে একদিকে যেমন মামলা জট লেগে আছে অপরদিকে ভোগান্তির শিকার হচ্ছেন সাতক্ষীরার বিচারপ্রার্থী সাধারণ মানুষ।
×