ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

১৫ লাখ টাকা নিয়ে উধাও বীমা কোম্পানি

প্রকাশিত: ০৭:১২, ২৭ জানুয়ারি ২০১৮

১৫ লাখ টাকা নিয়ে উধাও বীমা কোম্পানি

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ বাঘায় ঋণের প্রলোভন ও চাকরির নামে সঞ্চয়কারীসহ অর্ধশতাধিক ব্যক্তির ১৫ লাখ টাকা হাতিয়ে পালিয়েছে প্রগ্রেসিভ ইন্স্যুওরেন্স কোম্পানির ম্যানেজার। ফলে গত এক সপ্তাহ থেকে অফিসে গিয়েও ফিরে যাচ্ছেন ঋণগ্রহণে আগ্রহী সঞ্চয়কারী সদস্যরা। বুধবার থেকে প্রতিষ্ঠানের ম্যানেজার অফিস বন্ধ করে গা ঢাকা দিয়েছে। এ খবর ছড়িয়ে পড়লে টাকা ফেরতের দাবিতে বন্ধ অফিসের গেটের সামনে সদস্যরা ভিড় শুরু করেছেন। আমানতকারীরা জানান, উপজেলার আড়ানীর শান্তি সুপার মার্কেটের দোতালায় দুটি কক্ষ ভাড়া নিয়ে প্রগ্রেসিভ ইন্স্যুওরেন্স কোম্পানি লিমিটেডের আড়ানী শাখার কার্যক্রম শুরু করে। এই অফিস ২০১৭ সালের ৩১ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। অফিসের ম্যানেজার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন টাঙ্গাইল জেলার কালিহাতি উপজেলার জকরমান গ্রামের শাহিন আলম নামের এক ব্যক্তি। অফিস চালুর পর দশ হাজার টাকা বীমা করলে দুই সপ্তাহের মধ্যে এক লাখ টাকা, বিশ হাজার টাকার বীমায় পাঁচ লাখ টাকা ঋণ দেয়া হবে শর্তে কোম্পানির পক্ষ থেকে প্রচারণা করে প্রতিষ্ঠানের ম্যানেজার শাহিন আলম। এতে অর্ধশতাধিক লোক বীমা হিসাব খোলেন। এদের মধ্যে কেউ দশ হাজার আবার কেউ ২০ হাজার টাকা জমা দেন। এ ছাড়া ভাল বেতন দেয়া হবে বলেও প্রচারণা করেন ওই ম্যানেজার। ফলে চাকরির লোভে আসলাম উদ্দিন, আমিরুল ইসলাম, সমেন হোসেন, জমসেদ আলীর মধ্যে কারো কাছে থেকে ২০ হাজার টাকা, আবার কারো কাছে থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নিয়ে পালিয়েছেন প্রতিষ্ঠানের ম্যানেজার শাহিন আলম। উপজেলার পিয়াদাপাড়া গ্রামের মুরগী ব্যবসায়ী তিতাস হোসেন বলেন, প্রগ্রেসিভ ইন্স্যুওরেন্স কোম্পানি লিমিটেড মোটা অঙ্কের ঋণ দেয়ার প্রতিশ্রুতি দিয়ে তার কাছ থেকে ১১ হাজার টাকা নিয়েছে। গত ২২ জানুয়ারি তাকে ঋণ দেয়ার কথা ছিল। কিন্তু তার আগেই অফিস বন্ধ করে পালিয়েছে ম্যানেজার। আড়ানী দিয়াড়পাড়া গ্রামের মুরগী ব্যবসায়ী ইয়ারুল হোসেন বলেন, তিনি সহজ শর্তে ঋণ নেয়ার লোভে স্ত্রীর স্বর্ণের দুল বিক্রি করে দশ হাজার টাকা জমা দিয়েছেন। মঙ্গলবার অফিসে গিয়ে দেখি অফিস তালাবন্ধ।
×