ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১

শীতলপাটি তৈরি করে স্বাবলম্বী রাহেনা বেগম

প্রকাশিত: ০৬:২৬, ২৭ জানুয়ারি ২০১৮

শীতলপাটি তৈরি করে স্বাবলম্বী রাহেনা বেগম

শীতল পাটি তৈরি করে এখন স্বাবলম্বী মীরসরাইয়ের রাহেনা বেগম। স্বামী পরিত্যক্তা এই নারী জীবন সংগ্রামে শীতল পাটি বুনন ও বিক্রি করে দুই সন্তানকে লেখাপড়ার করানোর পাশাপাশি জীবিকা নির্বাহ করছেন এই নারী। মীরসরাইয়ের জোরারগঞ্জ থানাধীন মধ্যম সোনাপাহাড় গ্রামের তুর্কি টিলা এলাকার রাহেনা বেগম শীতল পাটি বিক্রি করে মাসে আয় করেন ১২ হাজার টাকা। এই আয় দিয়ে সংসারের ব্যয় নির্বাহ করেও ভবিষ্যতের জন্য সঞ্চয় করেন এই সংগ্রামী নারী। সরেজমিনে গিয়ে দেখা যায়, বাড়ির উঠোনে বসে নিবিড়ভাবে নিপুন হাতে রং বেরঙের পাটি পাতা দিয়ে বুনন করছে শীতল পাটি। শীতল পাটিতে বিভিন্ন রকমের নকশা তৈরির মাধ্যমে আরো আকর্ষণীয় করে তুলছেন তিনি। রাহেনা বেগম বলেন, স্বামী দ্বিতীয় বিয়ে করায় তালাক দিয়ে দুই পুত্র সন্তানকে নিয়ে বিপাকে পড়ি। পরে বাবার সংসারে ঠাঁই হয়। এরপর সন্তানদের লেখাপড়া ও নিজের সংসার খরচ চালাতে শীতল পাটির বুনন শিখি। এরপর আর ফিরে তাকাতে হয়নি। শীতল পাটি বুনন করে এখন সংসার চালাই। এক একটি পাটি বুনতে ৪-৫ দিন সময় লেগে যায়। আবার কোন কোন শীতল পাটি বুনতে ১০-১৫ দিনও সময় লেগে যায়। এক একটি শীতল পাটি ৩শ’ টাকা থেকে শুরু করে ১ হাজার টাকা পর্যন্ত বিক্রি করেন বলে তিনি জানান। এছাড়া তিনি অন্যদের শীতল পাটি বুননের কাজ শেখানোর মাধ্যমেও আয় করেন। জীবন সংগ্রামে যারা হেরে গিয়ে হতাশার চোলাবালিতে ডুবে থাকে তাদের জন্যে প্রকৃষ্ট উদাহরণ তো মীরসরাইয়ের স্বাবলম্বী রাহেনা বেগম। - রাজিব মজুমদার মীরসরাই, চট্টগ্রাম থেকে
×