ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

তবু চ্যালেঞ্জিং স্কোর ভারতের!

প্রকাশিত: ০৬:০৮, ২৭ জানুয়ারি ২০১৮

তবু চ্যালেঞ্জিং স্কোর ভারতের!

স্পোর্টস রিপোর্টার ॥ আগের দুই টেস্টের মতো জোহানেসবার্গেও স্বস্তিতে ব্যাটিং করতে পারেনি ভারত। তবে টেলএন্ডারদের ছোট ছোট অবদানে ভর করে স্কোর বোর্ডে চ্যালেঞ্জিং রান জমা করেছে সফরকারীরা। শুক্রবার তৃতীয় দিনের তৃতীয় সেসনে দ্বিতীয় ইনিংসে ২৪৭ রানে অলআউট হয়ে গেছে ভারত। সব মিলিয়ে লিড ২৪০ রানের। প্রথম ইনিংসে বিরাট কোহলির দল অলআউট হয় ১৮৭ রানে। আর স্বাগতিক দক্ষিণ আফ্রিকা করে ১৯৪। জয়ের জন্য দ্বিতীয় ইনিংসে প্রোটিয়াদের করতে হবে ২৪১ রান। সুতরাং শেষ দু-দিনে দারুণ লড়াইয়ের ইঙ্গিত থাকছে। উল্লেখ্য, টানা দুই জয়ে আগেই সিরিজ নিশ্চিত করেছে ফ্যাফ ডুপ্লেসিসের দক্ষিণ আফ্রিকা। জোহানেসবার্গের পিচ তৃতীয় দিনেও একাধিকবার রং বদলেছে। শুরুতে অসমান বাউন্সে বারবার নাজেহাল ভারতীয় ব্যাটসম্যানরা। মুরলী বিজয় এবং চেতেশ্বর পুজারার পর পিচের চরিত্রের ফেরে চোট পেতে হয় বিরাট কোহলিকেও। এ দিন প্রথম প্যাভিলিয়নে ফেরেন লোকেশ রাহুল। ভার্নন ফিল্যান্ডারের বলে ডুপ্লেসিসের হাতে ক্যাচ দিয়ে ১৬ রানে আউট হন তিনি। রান পাননি চেতেশ্বর পুজারাও (১)। মাত্র ১ রান করে মরনে মর্কেলের বলে আউট হন পুজারা। ২৫ রানে প্যাভিলিয়নে ফেরেন ওপেনার মুরলী বিজয়ও। লাঞ্চ পর্যন্ত ভারতের স্কোর ১০০/৪। সেখান থেকে টি ব্রেক পর্যন্ত সফরকারীদের সংগ্রহ দাঁড়ায় ১৯৯/৬। এ সেশনে ৪১ রান করে প্যাভিলিয়নে ফেরেন অধিনায়ক কোহলি। বিরাটের উইকেট নিয়ে ভারতীয় ব্যাটিংলাইন আপকে কিছুটা বিপদে ফেলেন কাগিসো রাবাদা। বিরাটের পাশাপাশি ৪ রান করে প্যাভিলিয়নে ফেরেন হারদিক পান্ডিয়া।
×