ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শেষ আটে ভারতের কাছে বড় হার সাইফদের

প্রকাশিত: ০৬:০৮, ২৭ জানুয়ারি ২০১৮

শেষ আটে ভারতের কাছে বড় হার সাইফদের

স্পোর্টস রিপোর্টার ॥ গতবার অনুর্ধ-১৯ বিশ্বকাপে সেমিফাইনাল খেলেছিল বাংলাদেশ অনুর্ধ-১৯ ক্রিকেট দল। তবে এবার কোয়ার্টার ফাইনালের গ-িই পেরোতে পারেনি সাইফ হাসানের দল। শুক্রবার নিউজিল্যান্ডের কুইন্সটাউনে হয়েছে শেষ আটের লড়াই। সেখানে ব্যাটিং ব্যর্থতায় ভারত অনুর্ধ-১৯ দলের কাছে ১৩১ রানের বিশাল ব্যবধানে হেরেছে বাংলাদেশ। এ পরাজয়ের ফলে শিরোপা লড়াই থেকে ছিটকে গেছে বাংলাদেশের যুবারা। কিন্তু পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচে একই ভেন্যুতে রবিবার ইংল্যান্ড অনুর্ধ-১৯ দলের বিপক্ষে মুখোমুখি হবেন সাইফরা। উল্লেখ্য, গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে ইংলিশদের কাছেই ৭ উইকেটে হেরেছিল বাংলাদেশের যুবারা। কুইন্সটাউন ইভেন্টস সেন্টারে টস জিতে আগে ব্যাটিংয়ে নামে ভারত অনুর্ধ-১৯। ইনিংসের চতুর্থ ওভারেই প্রথম উইকেট তুলে নিয়ে বাংলাদেশকে সাফল্য এনে দেন রবিউল হক। কিন্তু দ্বিতীয় উইকেটে ৮৬ রানের জুটি গড়ে সেই বিপদ সামলে ওঠেন অধিনায়ক পৃথি¦শ ও শুভমান গিল। পৃথি¦ ৫৪ বলে ৫ চারে ৪০ রানে সাজঘরে ফেরেন। তবে তৃতীয় উইকেটে শুভমান ও দেশাইয়ের ৭৪ রানের আরেকটি জুটি বড় সংগ্রহের পথ করে দেয় ভারতীয় যুবাদের। দেশাই ৩৪ রান করে সাজঘরে ফিরলে জুটিটা ভাঙ্গে। সেঞ্চুরির পথে এগোতে থাকা শুভমানকে ফেরান অফস্পিনার নাঈম হাসান। তিনি ৯৪ বলে ৯ চারে ৮৬ রান করেন। এরপর কাজী অনিক ও সাইফের বোলিংয়ে দ্রুত কিছু উইকেট হারিয়ে ফেলে ভারত এবং খেলায় নিজেদের নিয়ন্ত্রণ ফিরে পায় বাংলাদেশ। কিন্তু অভিষেক শর্মার ৪৯ বলে ৬ চারে করা ৫০ রানের সুবাদে লড়াকু সংগ্রহ পায় ভারত অনুর্ধ-১৯ দল। ৪৯.২ ওভারে ২৬৫ রানে গুটিয়ে যায় তারা। অনিক ৩টি এবং সাইফ ও নাঈম ২টি করে উইকেট নেন। জবাব দিতে নেমে সতর্ক শুরু করেছিল বাংলাদেশের ওপেনাররা। কিন্তু জুটি বড় হতে পারেনি। এরপরও ২ উইকেটে ৭৬ রান কক্ষপথেই রেখেছিল সাইফদের। কিন্তু এরপর থেকেই ছন্দপতন ঘটে। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে। শুধু ওপেনার পিনাক ঘোষ দারুণ একটি ইনিংস খেলেন। ৭৫ বলে ৩ চারে ৪৩ রানের একটি ইনিংস খেলে সাজঘরে ফেরেন তিনি। এরপর আর কোন ব্যাটসম্যান বেশিক্ষণ থাকতে পারেননি ক্রিজে। আফিফ হোসেন ধ্রুব ১৮, রবিউল অপরাজিত ১৪ রান করেন। ৪২.১ ওভারে মাত্র ১৩৪ রানেই অলআউট হয়ে যায় বাংলাদেশ অনুর্ধ-১৯ দলের ইনিংস। কমলেশ নাগরকোটি ৩টি, অভিষেক ও শিভম মাভি ২টি করে উইকেট নেন।
×