ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ফাইনালে ফেদেরার

প্রকাশিত: ০৬:০৩, ২৭ জানুয়ারি ২০১৮

ফাইনালে  ফেদেরার

স্পোর্টস রিপোর্টার ॥ জয়রথ থেমে গেল চুং হিউনের। দক্ষিণ কোরিয়ার অবাছাই এই খেলোয়াড়কে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে জায়গা করে নিয়েছেন রজার ফেদেরার। সেই সঙ্গে রেকর্ড সপ্তমবারের মতো মৌসুমের প্রথম গ্র্যান্ডস্লাম টুর্নামেন্টের ফাইনালে উঠেছেন সুইজারল্যান্ডের এই জীবন্ত কিংবদন্তি। মেলবোর্নে শুক্রবার সেমিফাইনালে ২১ বছর বয়সী হিউন দ্বিতীয় সেটে বাঁ পায়ে ফোস্কার সমস্যার কারণে নিজেকে সরিয়ে নেন। এবারের আসরে দক্ষিণ কোরিয়ার প্রথম খেলোয়াড় হিসেবে কোন গ্র্যান্ডস্লামের শেষ চারে উঠেছিলেন হিউন। প্রথম সেট ৬-১ গেমে জিতে দ্বিতীয় সেটে ৫-২ গেমে এগিয়ে ছিলেন বর্তমান চ্যাম্পিয়ন ফেদেরার। এবারের ফাইনালে ওঠার পথে একটি সেটেও হারেননি ৩৬ বছর বয়সী এই খেলোয়াড়। রবিবার শিরোপা জয়ের লড়াইয়ে রেকর্ড ১৯টি গ্র্যান্ডস্লাম জয়ী ফেদেরারের প্রতিপক্ষ ষষ্ঠ বাছাই ক্রোয়েশিয়ার মারিন চিলিচ। সবচেয়ে বেশি গ্র্যান্ডস্লাম শিরোপা জয়ের রেকর্ডটি অনেক আগেই নিজের করে নিয়েছিলেন রজার ফেদেরার। এবার সুইস এই টেনিস তারকার সামনে আছে নিজেকে আরও উঁচুতে নিয়ে যাওয়ার হাতছানি। অস্ট্রেলিয়ান ওপেনে দারুণ নৈপুণ্য দেখিয়ে ফাইনালের টিকেট কেটে সেই পথেও এগিয়ে গেছেন অনেকটাই। আর মাত্র একটি ম্যাচ জিতলেই ফেদেরার জিতে নেবেন ক্যারিয়ারের ২০তম গ্র্যান্ডস্লাম। মেলবোর্নে অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনাল থেকেই ছিটকে গেছেন শীর্ষ বাছাই স্প্যানিশ তারকা রাফায়েল নাদাল। যাকে এই আসরের ফেবারিট হিসেবেই ধরা হয়েছিল। এবার শিরোপা জয়ের শেষ লড়াইয়ে ফেদেরারকে লড়তে হবে ক্রোয়েশিয়ার তারকা মারিন চিলিসের বিপক্ষে। চিলিচ তারকা এবারই প্রথমবারের মতো উঠেছেন অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে। সেমিফাইনালে ফেদেরার দক্ষিণ কোরিয়ার হিউন চুংকে খুব সহজেই হারিয়েছেন। সেই সঙ্গে টানা দ্বিতীয়বারের মতো অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে জায়গা করে নেন। গত বছর ফেদেরার রাফায়েল নাদালের বিপক্ষে ফাইনালে জিতে ১৮তম গ্র্যান্ডস্লাম জয়ের স্বাদ পান। এরপর উইম্বলডনে জেতেন ১৯তম গ্র্যান্ডস্লাম। শিরোপা জিততে পারলে আরও একটি রেকর্ড ছুঁয়ে ফেলতে পারবেন ফেদেরার। অস্ট্রেলিয়ান ওপেনে সর্বোচ্চ ছয় শিরোপা জয়ের রেকর্ড এখন যৌথভাবে ভাগাভাগি করছেন রয় এমারসন ও নোভাক জকোভিচ। ফাইনালে জয় পেলে তাদের পাশে লেখা হবে ফেদেরারের নামটাও। ফেড এক্সপ্রেস অবশ্য সেমিফাইনালের বাধা পেরিয়েই দারুণ রোমাঞ্চিত।
×