ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কুটিনহোর অভিষেক, সেমিতে বার্সিলোনা

প্রকাশিত: ০৬:০৩, ২৭ জানুয়ারি ২০১৮

কুটিনহোর অভিষেক, সেমিতে বার্সিলোনা

স্পোর্টস রিপোর্টার ॥ শঙ্কা কাটিয়ে স্প্যানিশ কোপা ডেল’রে ফুটবলের সেমিফাইনাল নিশ্চিত করেছে বার্সিলোনা। বৃহস্পতিবার রাতে কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে কাতালানরা ২-০ গোলে হারিয়েছে অতিথি এস্পানিওলকে। দুই লেগ মিলিয়ে বার্সার জয় ২-১ গোলে। ন্যুক্যাম্পে বার্সার হয়ে গোল করেন দুই তারকা লুইস সুয়ারেজ ও লিওনেল মেসি। এর আগে প্রথম লেগে এস্পানিওলের মাঠে ১-০ গোলে হেরেছিল বার্সা। যে কারণে বাদ পড়ার শঙ্কা ছিল। তার ওপর আগের রাতে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদও বিদায় নিয়েছে। তবে শঙ্কা কাটিয়ে শেষ চার নিশ্চিত করেছে আর্নেস্টো ভালভার্ডের দল। এখন শিরোপা জয়ে ফেবারিট কাতালানরাই। এই ম্যাচে আন্দ্রেস ইনিয়েস্তার বদলি হিসেবে নেমে বার্সার হয়ে অভিষেক হয়েছে ব্রাজিলিয়ান তারকা ফিলিপ কুটিনহোর। শুরুর ম্যাচেই আলো ছড়িয়েছেন তিনি। আর গোল করে ন্যুক্যাম্পে বার্সার হয়ে ৪০০০ নম্বর গোলের কৃতিত্ব দেখিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক মেসি। ম্যাচ শুরুর আগে আর্জেন্টাইন ডিফেন্ডার জ্যাভিয়ের মাশ্চেরানোকে বিদায় জানিয়েছেন বার্সার সমর্থকরা। মাশ্চেরানো বার্সা ছেড়ে নাম লিখিয়েছেন চীনা ক্লাবে। শেষ আটের প্রথম লেগে মেসির পেনাল্টি মিসের কারণেই হারতে হয়েছিল বার্সাকে। ফলে গত আগস্টের পর প্রথম পরাজয়ের স্বাদ পায় তারা। তবে ফিরতি লেগে গোল করে তা পুষিয়ে দিয়েছেন আর্জেন্টাইন সুপারস্টার। শেষ চারে বার্সিলোনা ছাড়াও জায়গা করে নিয়েছে সেভিয়া, ভ্যালেন্সিয়া ও লেগানেস। এই ম্যাচের স্কোয়াডে কুটিনহোর নাম অন্তর্ভুক্ত করা হলেও শুরুতে তাকে কাটাতে হয়েছে সাইডলাইনে। চলতি মাসের শুরুতে লিভারপুল থেকে ১৬০ মিলিয়ন ইউরোতে স্প্যানিশ জায়ান্ট ক্লাবে যোগ দেয়া ২৫ বছর বয়সী এই ব্রাজিলীয় তারকা মাঠে নামার সুযোগ পান ম্যাচের দ্বিতীয়ার্ধে। অধিনায়ক ইনিয়েস্তার বদলি হিসেবে মাঠে নামেন তিনি। ম্যাচের নবম মিনিটে এ্যালেক্স ভিদালের ডানপ্রান্ত থেকে দেয়া ক্রস থেকে গোল করে বার্সিলোনাকে লিড এনে দেন সুয়ারেজ। এই গোলটি দুই লেগে পিছিয়ে পড়া বার্সিলোনাকে সমতায় ফিরিয়ে আনে। পাশাপাশি সর্বশেষ ছয় ম্যাচ থেকে সপ্তম গোলের মালিক বনে যান বার্সিলোনার ওই উরুগুইয়ান স্ট্রাইকার। ম্যাচের ২৫ মিনিটে বার্সিলোনাকে এগিয়ে নেন মেসি। যে গোলটি ক্লাবটির শেষ চারের টিকেটও নিশ্চিত করে দেয়। মেসির নেয়া শটের বল প্রতিপক্ষের গোলরক্ষক পাও লোপেজকে পরাস্ত করলেও ব্রাজিলীয় ডিফেন্ডার নাল্ডোর গায়ে লেগে গোলপোস্টে আশ্রয় নেয়। মুহূর্তে উচ্ছ্বাসে ফেটে পড়ে স্টেডিয়াম ঠাসা স্বাগতিক দর্শকরা। এই গোলটি ক্যাম্প ন্যু স্টেডিয়ামে বার্সিলোনার চার হাজারতম গোল। কোপা ডেল’রের গত তিন আসরের শিরোপাই ঘরে তুলেছে বার্সিলোনা। এবার চতুর্থ শিরোপার হাতছানি তাদের সামনে। কুটিনহোকে নিয়ে কাতালান ক্লাবটির প্রত্যাশা অনেক। তেমনটাই জানিয়েছেন কোচ ভালভার্ডে। এ প্রসঙ্গে তিনি ম্যাচ শেষে বলেন, তার প্রতি আমাদের আস্থা আছে এবং আমাদের খেলার ধরনের সঙ্গে সে সহজে মানিয়ে নিতে পারবে। তার আত্মবিশ্বাস, ড্রিবলিংয়ের ক্ষমতা, ডিফেন্ডারদের ফাঁকি দেয়া এবং নির্ভুল পাস আমাদের দলের জন্য অনেক কার্যকর হবে। কেবলই তো শুরু হলো, দেখা যাক সামনে কি হয়। আশা করছি ভালই হবে। ২২ বছর বয়সী এই মিডফিল্ডারকে অনেকেই বলতে শুরু করেছেন ইনিয়েস্তার উত্তরসূরি। ইনিয়েস্তা যেভাবে মাঝমাঠে বলের দখল প্রতিষ্ঠা আর দুর্দান্ত সব ডিফেন্সচেরা পাসে গোলের সুযোগ তৈরি করেন, কুটিনহোর কাছেও তেমনটাই প্রত্যাশা থাকবে বার্সা সমর্থকদের।
×