ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বুলেটে তৈরি পুতিন

প্রকাশিত: ০৫:৩৯, ২৭ জানুয়ারি ২০১৮

বুলেটে তৈরি পুতিন

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ভক্ত ও শত্রু কোনটিরই অভাব নেই সে দেশের ভেতরে ও বাইরে। সম্প্রতি এক ব্যতিক্রমী ছবিতে এ বিষয়টি আবার নতুন করে উঠে এসেছে। পুতিনের সাত ফুট আকৃতির একটি ছবি তৈরি করা হয়েছে একেবারে ব্যতিক্রমী উপায়ে। ছবিটি তৈরিতে ব্যবহৃত হয়েছে পাঁচ হাজার বুলেট। বৃহস্পতিবার নিউ ইয়র্কের একটি চিত্র প্রদর্শনীতে পুতিনের সেই ছবিটি তোলা হয়েছে। ছবিটিকে অবশ্য যুদ্ধের ভয়াবহতাকেই স্মরণ করিয়ে দেয়া হয়েছে বলে দাবি আয়োজকদের। চিত্রটি ইউক্রেনের দুজন শিল্পী এঁকেছেন, যাদের নাম ড্যানিয়েল গ্রিন ও ডারিয়া মার্চেনকো। পুতিনের ছবি তৈরিতে যে বুলেটগুলো ব্যবহৃত হয়েছে, সেগুলো ২০১৪ সালে ইউক্রেনের যুদ্ধে ব্যবহৃত হয়েছিল বলে জানিয়েছেন শিল্পীরা। -সিএনএন অবলম্বনে।
×