ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে পৃথক ঘটনায় স্কুলছাত্রসহ দু’জনের মৃত্যু

প্রকাশিত: ০৫:৩৬, ২৭ জানুয়ারি ২০১৮

চট্টগ্রামে পৃথক ঘটনায় স্কুলছাত্রসহ দু’জনের মৃত্যু

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রামে পৃথক ঘটনায় স্কুলছাত্রসহ ২ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার কর্ণফুলী নদী এবং নগরীর রশিদ বিল্ডিং এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। সিএমপি সূত্রে জানা যায়, উদ্ধার পাওয়া মরদেহ দুটির মধ্যে স্কুল শিক্ষার্থীর পরিচয় পাওয়া গেলেও অপরজনের পরিচয় অজ্ঞাত। এর মধ্যে অন্তু দাশ (১৫) ছিল নগরীর পাথরঘাটা বালক উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র। গত ২৩ জানুয়ারি প্রতিমা বিসর্জনে বেরিয়ে সে আর ফেরেনি। খুঁজে না পেয়ে পরিবারের পক্ষ থেকে সদরঘাট থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছিল। শুক্রবার সকালে কর্ণফুলী নদীর এস আলম ঘাট এলাকায় ছেলেটির মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে সদরঘাট থানা পুলিশ গিয়ে তার দেহটি উদ্ধার করে। এদিকে নগরীর রশিদ বিল্ডিং এলাকায় দুপুরে সড়কের ওপর পাওয়া যায় একটি মরদেহ। আনুমানিক ২৬ বছর বয়সী এ যুবকের পরিচয় মেলেনি। পুলিশ ধারণা করছে, চোর কিংবা ছিনতাইকারী সন্দেহে তাকে পিটিয়ে হত্যা করে সড়কের ওপর ফেলে রাখা হয়ে থাকতে পারে। তার শরীরের বিভিন্ন অংশে জখমের চিহ্ন রয়েছে। পুলিশ মরদেহটি উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল হাসপাতাল মর্গে প্রেরণ করে।
×