ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চিত্র পাল্টে গেছে নওগাঁর মহাদেবপুর উপজেলা পরিষদ চত্বরের

প্রকাশিত: ০৪:৩৭, ২৭ জানুয়ারি ২০১৮

চিত্র পাল্টে গেছে নওগাঁর মহাদেবপুর উপজেলা পরিষদ চত্বরের

বিশ্বজিৎ মনি, নওগাঁ ॥ ‘গ্রীন মহাদেবপুর, কিøন মহাদেবপুর’ কর্মসূচী পাল্টে দিয়েছে উপজেলা চত্বরের চিত্র। আগে যেখানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দফতরের পাশের ফাঁকা জায়গায় দেখা যেত ময়লা-আর্বজনার স্তূপ। এখন সেখানে শোভা পাচ্ছে ফুলের টব। শুধু ফুলের টব বসানোই নয়, সৌন্দর্য বৃদ্ধির জন্য পুরনো বৃক্ষের গোড়া পরিষ্কার করে চুনকাম করা হয়েছে। চালু করা হয়েছে ইউএনও অফিসের সামনে নির্মিত দীর্ঘদিন ধরে বন্ধ থাকা পানির ফোয়ারা। চিত্রাঙ্কন, ফুলের টব ও আলপনা আঁকার ফলে উপজেলা চত্বরের সৌন্দর্য বেশ খানিকটা বৃদ্ধি পেয়েছে। এখন যে কেউ উপজেলা চত্বরে ঢুকলেই এসব সৌন্দর্য দেখে মুগ্ধ হচ্ছেন অনায়াসেই। মহাদেবপুর টেকনিক্যাল এ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ মোঃ মোবারক আলী বলেন, এখন উপজেলা চত্বরে এলে মনে হয় কোন উদ্যানে প্রবেশ করেছি। এ যেন ‘বুলবুলে বাগদাদ’। মেন গেট থেকে উপজেলা চত্বরের অভ্যন্তরীণ রাস্তার দুই পাশে সাজানো ফুলের টব দেখতে খুবই ভাল লাগছে। বর্তমান ইউএনও মোঃ মোবারক হোসেন পারভেজ গত ২৮ জুন এ উপজেলায় যোগদান করেন। তার যোগদানের পর থেকেই প্রশাসনিক কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা ফিরে আসার পাশাপাশি উপজেলা চত্বরের সৌন্দর্য বৃদ্ধির দিকে নজর দেন তিনি। তিনি নিজস্ব উদ্যোগে ‘গ্রীন মহাদেবপুর, কিøন মহাদেবপুর’ কর্মসূচী চালু করেন। এ কর্মসূচীর অংশ হিসেবে স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগিতায় তিনি স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে উপজেলা চত্বরসহ সদরের রাস্তাঘাট পরিষ্কার-পরিচ্ছন্নতা, সড়কগুলোতে যানজট মুক্তসহ বিভিন্নস্থানে জমে থাকা ময়লা-আবর্জনার স্তূপ পরিষ্কার করা শুরু করেন। এ ব্যাপারে ইউএনও মোঃ মোবারক হোসেন পারভেজ বলেন, ইচ্ছা থাকলেই অনেক ভাল কাজ করা যায়। সব কাজে অনেক বেশি টাকারও প্রয়োজন হয় না। প্রয়োজন শুধু উদ্যোগ। আমি উদ্যোগ নিয়েছি বলেই উপজেলা চত্বরকে সুন্দরভাবে সাজাতে পেরেছি। সেক্ষেত্রে সাংবাদিক বন্ধুদেরও সহযোগিতা কামনা করেন তিনি। সবার সহযোগিতা পেলে পুরো উপজেলাকেই আরও সুন্দর ও মনোমুগ্ধকর করে সাজানো সম্ভব হবে বলে দাবি করেন তিনি।
×