ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রাজশাহীতে এক বছরে ৬ কোটি টাকার উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়ন

প্রাণ ফিরেছে জেলা পরিষদে

প্রকাশিত: ০৪:৩৭, ২৭ জানুয়ারি ২০১৮

প্রাণ ফিরেছে জেলা পরিষদে

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ গত বছরে রাজশাহীতে ৬ কোটি ২৪ লাখ টাকার উন্নয়ন কাজের বাস্তবায়ন করেছে রাজশাহী জেলা পরিষদ। রাজশাহী মহানগরী ছাড়াও জেলার ৯ উপজেলার মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ, কবরস্থান, শ্মশানসহ বিভিন্ন সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানে এসব উন্নয়ন করা হয়েছে। এছাড়া এক বছরে রাজস্ব খাত থেকে ৯টি প্রকল্পে উন্নয়ন কাজ করা হয়েছে ১৫ লাখ টাকার। একই খাতে চেয়ারম্যানের স্ববিবেচনায় ১৮টি প্রকল্পে উন্নয়ন করা হয়েছে ৩৬ লাখ টাকার। এছাড়া ওই বছর জেলা পরিষদে ৬১ লাখ টাকা বিশেষ বরাদ্দ দিয়েছিল স্থানীয় সরকার মন্ত্রণালয়। জেলা পরিষদের সদস্যদের মতামতের ভিত্তিতে সে টাকায় ২৪টি উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হয়েছে। দায়িত্ব গ্রহণের এক বছর পূর্তিতে জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার মঙ্গলবার এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, দায়িত্ব প্রাপ্তির পর থেকে নতুন নতুন পরিকল্পনায় নানা উন্নয়ন বাস্তবায়নের কাজ সম্পন্ন হয়েছে। ফলে গতি ফিরেছে জেলা পরিষদে। জেলা পরিষদ সূত্র জানায়, এক বছরে উন্নয়নে গতি এসেছে জেলা পরিষদে। গত বছর আরএডিপির উপখাত থেকেও ৫৮টি উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করেছে জেলা পরিষদ। গত বছর টেন্ডারের মাধ্যমেও এডিপির ১০০টি প্রকল্প বাস্তবায়ন করেছে জেলা পরিষদ। দুই কোটি আট লাখ টাকার এসব উন্নয়ন কাজের জন্য ঠিকাদার নির্বাচনে জেলা পরিষদে সব ঠিকাদারের উপস্থিতিতে প্রকাশ্যে লটারি অনুষ্ঠিত হয়। জেলা পরিষদ সূত্র জানায়, চলতি বছরেও অনেক উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। চলতি অর্থবছরেও মন্ত্রণালয় থেকে বরাদ্দ মিলেছে চার কোটি ৭০ লাখ টাকা। এই টাকায় ২৪৪টি প্রকল্প বাস্তবায়নের জন্য প্রাথমিক তালিকা করা হয়েছে। প্রকল্পগুলো অনুমোদনের জন্য সম্প্রতি মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। অনুমোদন হয়ে এলেই শুরু হবে এসব উন্নয়ন কাজ। এর মধ্যে এডিপির আওতায় সিপিপিসির মাধ্যমে বাস্তবায়ন হবে ১৩০টি প্রকল্প। এখানে ব্যয় হবে এক কোটি ৮৮ লাখ টাকা। আর টেন্ডারের মাধ্যমে বাস্তবায়ন হবে ১১৪টি প্রকল্প। সেখানে ব্যয় হবে দুই কোটি ৮২ লাখ টাকা। এসব প্রকল্পের কাজ শেষ হলে জেলায় উন্নয়ন আরও দৃশ্যমান হবে। এদিকে জেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর নিজস্ব ভবন নির্মাণেরও উদ্যোগ নেয়া হয়েছে। আগামি ১৭ ফেব্রুয়ারি নগরীর কোর্ট এলাকায় জেলা পরিষদের জায়গায় ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপনের দিন ঠিক করা হয়েছে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মন্ত্রী ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করবেন বলে আশা করা হচ্ছে। নয়তলা বিশিষ্ট ভবনটির প্রথমে চারতলা নির্মাণ করা হবে। এতে ব্যয় হবে ১৪ কোটি ৭৬ লাখ টাকা। রাজশাহী জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার বলেন, পরিষদের সদস্যরা তাকে সহযোগিতা না করলে তার একার পক্ষে এক বছরে এত কাজ করা সম্ভব হতো না। আগামীতে জেলার প্রতিটি ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নের মহাপরিকল্পনা আছে বলেও জানান তিনি। চেয়ারম্যান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। রাজশাহীতে উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করে আমি জনগণের দেয়া দায়িত্ব পালন করে যাচ্ছি। আগামী চার বছরে আমি পুরো জেলায় এমন উন্নয়ন করে যেতে চাই যেন তা বর্তমান সরকারের উন্নয়নেরই প্রতিচ্ছবি হয়ে দাঁড়ায়। আর জেলা পরিষদের ভবন নির্মাণ করাটা আমার বড় স্বপ্ন। সেই স্বপ্ন এখন বাস্তবায়নের পথে।
×