ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

খেয়ালী নাট্যগোষ্ঠীর তিনদিনব্যাপী পথনাট্যোৎসব

প্রকাশিত: ০৪:৩১, ২৭ জানুয়ারি ২০১৮

খেয়ালী নাট্যগোষ্ঠীর তিনদিনব্যাপী পথনাট্যোৎসব

স্টাফ রিপোর্টার ॥ খেয়ালী নাট্যগোষ্ঠীর ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘চাই শিক্ষা ও সংস্কৃতির সমন্বয়ে সমৃদ্ধ বাংলাদেশ’ স্লোগানে সিরাজউদ্দীন খান স্মরণে তিনদিনব্যাপী কাঙ্গাল কবীর সপ্তম পথনাট্যোৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে । বৃহস্পতিবার বিকেলে রাজধানীর জুরাইনের মুরাদপুর সমীরণ নেসা উচ্চ বিদ্যালয়ে এ উৎসবের সূচনা হয়। তিনদিনব্যাপী উৎসব উদ্বোধন করেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য এ্যাডভোকেট সানজিদা খানম। এছাড়া উৎসবের সমাপনী দিন আজ শনিবার প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল। সভাপতিত্ব করবেন খেয়ালী নাট্যগোষ্ঠীর সভাপতি এ কে এ কবীর। উৎসবে বৃহস্পতিবার নাটক মঞ্চস্থ করে খেয়ালী নাট্যগোষ্ঠী, ঢাকা গতি থিয়েটার নাট্যযোদ্ধা, শুক্রবার নাট্যতীর্থ মৈত্রী থিয়েটার সংলাপ গ্রুপ থিয়েটার ব্রাহ্মণবাড়িয়া থিয়েটার নাট্যভূমি খেয়ালী নাট্যগোষ্ঠী, আজ শনিবার নাটক মঞ্চায়ন করবে কুমিল্লা নাট্যদল, অবয়ব নাট্যদল রঙ্গপীঠ, বাঙলা নাট্যদল, নাট্যকথা, এবং আয়োজক নাট্য সংগঠন খেয়ালী নাট্যগোষ্ঠী, ঢাকা।
×