ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

লড়াকু কবির আবৃত্তিসন্ধ্যা ‘মেরুদ-হীনতার আড়াল ভেঙ্গে’

প্রকাশিত: ০৪:৩১, ২৭ জানুয়ারি ২০১৮

লড়াকু কবির আবৃত্তিসন্ধ্যা ‘মেরুদ-হীনতার আড়াল ভেঙ্গে’

স্টাফ রিপোর্টার ॥ মৃত্যুর মুখোমুখি দাঁড়ানো ৩৩ বছর বয়সের এক সংগ্রামী কবি শাহীন রেজা রাসেল। স্টিফেন হকিন্সের মতো জটিল স্নায়বিক রোগ ‘বেকার মাসকুলার ডিস্ট্রফি’-এ আক্রান্ত এই কবি আজ হুইলচেয়ার আরোহী। পায়ের পেশি অকার্যকর হওয়ার পাশাপাশি ধীরে ধীরে তার শরীরের নানা অঙ্গ-প্রত্যঙ্গ যেমন হৃৎপি-, ফুসফুসের পেশি অকার্যকর হওয়ার পথে। চিকিৎসকের ভাষ্য অনুযায়ী, পাঁচ বছরের মধ্যে মৃত্যুকে আলিঙ্গন করতে হবে কবিকে। তাই বলে থেমে নেই কবির সৃজনশীলতা। মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে কলমের কালিতে রাঙিয়ে তুলছেন কবিতার খাতা। জীবনযাপনের পরিবর্তে কবিতা লিখে জীবনের উদ্যাপনে মগ্ন কবি। আর লড়াকু কবির সেসব কবিতা নিয়ে শুক্রবার অনুষ্ঠিত হলো আবৃত্তিসন্ধ্যা। শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার হলে পরিবেশিত হলো ‘মেরুদ-হীনতার আড়াল ভেঙ্গে’ শীর্ষক প্রযোজনাটি। আবৃত্তিসন্ধ্যাটির আয়োজন করে নাট্যদল তীরন্দাজ এবং সংস্কৃতিচর্চা কেন্দ্র বাঙলাময়। শাহীন রেজা রাসেলের নির্বাচিত ২০টি কবিতায় সাজানো হয় উন্মুক্ত এ আবৃত্তিসন্ধ্যা। কবিতাগুলো পাঠ করেন এ প্রজন্মের কুড়িজন আবৃত্তিশিল্পী। তাঁদের কণ্ঠে কবিতার শিল্পীত উচ্চারণে উঠে আসে নানা বিষয়, জেগে ওঠে নানা প্রশ্ন। সেখানে আছে তরুণদের মধ্যে বহমান হতাশা ও বিভ্রান্তি। কবিতার আশ্রয়ে ব্যক্ত হয় মানবিক সঙ্কট, প্রেম, অপ্রেম, সামাজিক অসঙ্গতি, অবক্ষয়, মুক্তিযুদ্ধ, দেশপ্রেম, প্রকৃতিসহ বহুবিধ বিষয়। প্রযোজনা অংশ নেয়া আবৃত্তিশিল্পীরা হলেন- রশিদ কামাল, হাসান মাহাদি লাল্টু, রিয়াদ মুস্তাফা, ওয়ালিদ হাসান, আবদুল আজিজ ডেভিডৎ, সুপ্রভা সেবতী, পলি পারভীন, শিমুল পারভীন, কাজী লীনা, মাহমুদা সিদ্দীকা সুমি, কাকন জামান, লুলুয়া ইসহাক মুন্নী, পারভেজ চৌধুরী, অনন্যা রেজওয়ানা, এনাম আজিজুল ইসলাম, মারুফ সিদ্দিকীৎ, মীর রায়হান, মহিউদ্দিন রোমান, নাইমা রুম্মান রুমা, মুনা চৌধুরী ও আবদুল রাকিবীল বারি।
×