ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ভারতের বিপক্ষে দাঁড়াতেই পারল না যুবারা

প্রকাশিত: ০৪:১৫, ২৬ জানুয়ারি ২০১৮

ভারতের বিপক্ষে দাঁড়াতেই পারল না যুবারা

অনলাইন ডেস্ক ॥ ইদানীং ভারতকে সামনে পেলেই যে জ্বলে ওঠে টাইগাররা। কিন্তু জ্বলে ওঠা তো দূরের কথা, ন্যূনতম লড়াইটুকুও করতে পারল না বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। নিউজিল্যান্ডের কুইন্সটাউনে ভারতের কাছে ১৩১ রানে হেরেছে যুবারা। ভারতের ২৬৫ রান তাড়া করতে নেমে ১৩৪ রানেই গুটিয়ে যায় বাংলাদেশের যুবারা। এ জয়ে সেমিফাইনালে উঠে গেল ভারত। ৩০ জানুয়ারি সেমিতে তাদের প্রতিপক্ষ পাকিস্তান। আর বাংলাদেশ খেলবে স্থান নির্ধারণী ম্যাচ। বাংলাদেশের সবচেয়ে বড় আশা ছিল ওপেনার পিনাক ঘোষকে নিয়ে। মারকুটে ব্যাটসম্যান হিসেবে একটা নাম আছে তার। এ ছাড়া গত বিশ্বকাপের অভিজ্ঞতাও আছে। কিন্তু তিনি যেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ব্যর্থতার প্রতিমূর্তি। শুক্রবার অবশ্য কিছু রান পেয়েছিলেন। তবে অন্য প্রান্তে উইকেট পড়েছে নিয়মিত বিরতিতে। তাই পিনাকের ৪৩ রানের ইনিংসটি কোনো সম্ভাবনা তৈরি করতে পারেনি। দ্বিতীয় সর্বোচ্চ ১৮ রান এসেছে আফিফ হোসেনের ব্যাট থেকে। সকালে টসে জিতে ব্যাট করতে নেমে ভারতের সূচনাটা কিন্তু খুব একটা ভালো হয়নি। বাংলাদেশের পেসার রবিউল তৃতীয় ওভারেই ওপেনার মানজিতকে ফিরিয়ে দেন। তবে আরেক ওপেনার পৃথ্বি শাহর সঙ্গে শুভম গিল দ্বিতীয় উইকেটে ৮৬ রান যোগ করে ভারতকে শক্ত ভিত গড়ে দেন। ৮৬ রান করা গিলকে ফেরান শুক্রবারই বাংলাদেশ টেস্ট দলে ডাক পাওয়া অফস্পিনার নাঈম হাসান। শেষদিকে অভিষেক শর্মা ঝড়ো হাফ সেঞ্চুরি করলে ভারতের রান আড়াইশ' পেরিয়ে যায়। কুইন্স টাউনের মন্থর উইকেটে এ রান অনেক বড় টার্গেট। আর বাংলাদেশের যুবাদের বাজে ব্যাটিংয়ে সেটা অনতিক্রম্য হয়ে যায়।
×