ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

জামালপুরে হেরোইনসহ ২৬ মামলার আসামি গ্রেফতার

প্রকাশিত: ২৩:৪২, ২৬ জানুয়ারি ২০১৮

জামালপুরে হেরোইনসহ ২৬ মামলার আসামি গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা, জামালপুর ॥ জামালপুরের কুখ্যাত মাদক বিক্রেতা একটি হত্যাকান্ডসহ ২৬টি মামলার আসামি মো. রাজু বৃহস্পতিবার গভীর রাতে জামালপুর সদর থানা পুলিশের অভিযানে ৩০ লাখ টাকার হেরোইনসহ গ্রেফতার হয়েছে। জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: নাছিমুল ইসলামের তত্ত্বাধনানে সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ রফিকুল ইসলামের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। পুলিশ সূত্রে জানা গেছে, জামালপুর সদর থানা পুলিশের একটি দল বৃহস্পতিবার গভীর রাতে আগাম তথ্যের ভিত্তিতে জামালপুর শহরের জামালপুর-শেরপুর বাইপাস সড়কে অভিযান চালায়। পুলিশ এ সময় স্থানীয় একটি কমিউনিটি সেন্টারের সামনে অপেক্ষমাণ জামালপুরের প্রভাবশালী ও কুখ্যাত হেরোইন ব্যবসায়ী মো. রাজুকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। অভিযানের সময় মো. রাজুর হাতে থাকা একটি গেবাডিন কাপড়ের ব্যাগ তল্লাশি করে পলিথিনে মোড়ানো ছয়টি পুটলায় রাখা ৩০০ গ্রাম হেরোইন জব্দ করা হয়। পরে তাকে সেখান থেকে থানায় নিয়ে যাওয়া হয়। মাদকব্যবসায়ী রাজু গ্রেপ্তার হওয়ায় জনমনে স্বস্তি ফিরে এসেছে। সদর থানার থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ রফিকুল ইসলাম বাদী হয়ে শুক্রবার সকালে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মো. রাজুকে আসামি করে জামালপুর সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। এদিকে জামালপুর পুলিশ সুপারের কার্যালয়ে শুক্রবার সকালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাছিমুল ইসলাম সাংবাদিকদের জানান, গ্রেফতার মাদকব্যবসায়ী রাজু জামালপুর জেলার সবচে বড় একজন হেরোইনসহ অন্যান্য মাদকব্যবসায়ী। তার বিরুদ্ধে একটি হত্যা মামলা এবং ২৫টি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে। গ্রেফতারি পরোয়ানা মাথায় নিয়ে সে মাদকব্যবসা চালিয়ে আসছিল। তিনি আরও বলেন, রাজুর কাছ থেকে উদ্ধার করা ৩০০ গ্রাম হেরোইনের আনুমানিক মূল্য ৩০ লাখ টাকা। এতো বিপুলি পরিমাণ হেরোইনসহ তার বিরুদ্ধে দায়ের করা এই নতুন মামলাটি জামিন অযোগ্য এবং এই মামলায় আসামির যাবজ্জীবন কারাদন্ড হতে পারে। সংবাদ সম্মেলনে জেলা পুলিশের অন্যান্যের মধ্যে জেলা গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক মো. জিয়াউল হক, অপারেশন ও কমিউনিটি পুলিশিং বিভাগের পুলিশ পরিদর্শক মো. তরিকুল ইসলাম ও জামালপুর সদর থানার উপ-পিরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
×