ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আমতলীতে সরিষা চাষে বাম্পার ফলন

প্রকাশিত: ২৩:২৯, ২৬ জানুয়ারি ২০১৮

আমতলীতে সরিষা চাষে বাম্পার ফলন

নিজস্ব সংবাদদাতা, আমতলী (বরগুনা) ॥ হলুদের সমরোহে মাঠ। চারিদিকে সবুজ আর হলুদে ঘেরা মাঠের পর মাঠ। উৎসুক জনতা মাঠের পাশে দাড়িয়ে প্রকৃতির নয়নাভিরাম দৃশ্য অবলোকন করছে। কৃষকরা উচ্চ ফলনশীল সরিষা চাষে ঝুঁকছে। এ বছর বাম্পার ফলনের আশা করছে কৃষকরা। আমতলী উপজেলা কৃষি অফিস সূত্রে জানাগেছে, উপজেলায় এ বছর সরিষা চাষের লক্ষমাত্রা ধরা হয়েছিল ৪০ হেক্টর। এ লক্ষমাত্রা অতিক্রম করে কৃষকরা উচ্চ ফলনশীল সরিষা চাষ করেছে। অগ্রহায়ন মাসের কৃষকরা সরিষা চাষ করে। অল্প দিনের মধ্যে সরিষার ফলন আসে। এ বছর আমতলীতে দু’জাতের সরিষা চাষ করেছে। উচ্চ ফলনশীল বারি সরিষা-১৪ ও বারি সরিষা-১৫ এ জাতের সরিষা কৃষকরা বেশী চাষ করেছে। তিন মাসের মধ্যে সরিষার ফলন আসে। মাঘ মাসের শেষের দিনের মধ্যে কৃষকরা সরিষার ফলন কর্তণ করবে। শুক্রবার উপজেলার আমতলী সদর, চাওড়া, হলদিয়া, গুলিশাখালী ও আঠারোগাছিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় ঘুরে দেখাগেছে, কৃষকরা সরিষার চাষ করেছে। সরিষার খেত হলুদ আর সবুজে ভরে গেছে। চালিতাবুনিয়া গ্রামের মোর্শ্বেদ তালুকদার জানান, এ বছর উচ্চ ফলনশীল জাতের সরিষা চাষ করেছি। এর আগে সরিষা চাষ করিনি। তিনি আরো বলেন, ভালো ফলন হয়েছে। আশা করছি খরচ পুষিয়ে ভালো লাভবান হবো। আমতলী কৃষি অফিসার এসএম বদরুল আলম জানান, গত বছরের তুলনায় এ বছর কৃষকরা সরিষা চাষে ঝুঁকে পরেছে। তিনি আরো জানান, উচ্চ ফলনশীল সরিষা চাষ করে কৃষকরা ভালো লাভবান হবে।
×