ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ছিনতাইকারীর গাড়ির চাকার নিচে পড়ে নিহত নারী

প্রকাশিত: ২১:৩৭, ২৬ জানুয়ারি ২০১৮

ছিনতাইকারীর গাড়ির চাকার নিচে পড়ে নিহত নারী

স্টাফ রিপোর্টার ॥ আজ শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে ধানমন্ডি ৭ নম্বর সড়ক এলাকয় ছিনতাইকারীর গাড়ির চাকার নিচে পড়ে নিহত হয়েছেন এক নারী । উক্ত নারীর নাম হেলেনা বেগম। তিনি ধানমণ্ডির আনোয়ার খান মেডিকেল কলেজ হাসপাতালের একজন নার্স। মেডিকেল কলেজের কোয়ার্টারেই তিনি থাকতেন। জানা গেছে প্রাইভেটকারে আসা ছিনতাইকারীর দল হেলেনার হাত থেকে ব্যাগ টেনে ছিনিয়ে নেওয়ার সময় সেই গাড়ির চাকায় পিষ্ট হয়ে খুন হয়েছেন তিনি। ধানমণ্ডি থানার পরিদর্শক (তদন্ত)জানান,বরিশালে ছুটি কাটিয়ে শুক্রবার ভোরে স্বামী মনিরুল ইসলামের সঙ্গে লঞ্চে করে ঢাকায় ফেরেন হেলেনা। সদরঘাট থেকে বাসে করে ধানমণ্ডি ৭ নম্বর রোডে নেমে রাস্তা পার হওয়ার সময় ছিনতাইকারীর কবলে পড়েন । পুলিশ জানায়, “রাস্তা পার হওয়ার সময় একটি সাদা রংয়ের প্রাইভেটকার থেকে ছিনতাইকারীরা হেলেনার ব্যাগ ধরে টান দেয়। হেঁচকা টানে বেসামাল হেলেনা সামনে পড়ে যান এবং তার ওপর দিয়েই গাড়ি চালিয়ে চলে যায় ছিনতাইকারীরা।” প্রাইভেটকারের পেছনের চাকা হেলেনার মাথার উপর দিয়ে যাওয়ায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানান এই পুলিশ কর্মকর্তা। গতবছর নবেম্বরে মতিঝিলে হাতব্যাগ ছিনিয়ে নেওয়ার সময় রিকশা থেকে পড়ে আহত হন এফবিসিসিআইর এক নারী কর্মকর্তা। আর ডিসেম্বরে দয়াগঞ্জে এক ছিনতাইকারী টান দিয়ে রিকশাআরোহী এক নারীর ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নেওয়ার সময় তার কোল থেকে পড়ে তার পাঁচ মাসের ছেলের মৃত্যু হয়।
×