ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সুপ্রিয়া দেবীর মৃত্যুতে টলিউড শিল্পীদের প্রতিক্রিয়া

প্রকাশিত: ১৯:২৯, ২৬ জানুয়ারি ২০১৮

সুপ্রিয়া দেবীর মৃত্যুতে টলিউড শিল্পীদের প্রতিক্রিয়া

অনলাইন ডেস্ক ॥ অভিনেত্রী সুপ্রিয়া দেবীর জীবনাবসান। শুক্রবার ভোরে বালিগঞ্জের বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় অভিনেত্রীর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। তাঁর প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে শিল্পী মহলে। স্বজন হারানোর ব্যথায় গোটা টলিউড। সৌমিত্র চট্টোপাধ্যায়: দীর্ঘ দিনের বন্ধুকে হারালাম, অনেক ছবিতে এক সঙ্গে কাজ করেছি। এখন আমি কথা বলার অবস্থায় নেই। সাবিত্রী চট্টোপাধ্যায়: ভাবতেই পারছি না। এখন আমি কথা বলার অবস্থায় নেই। সন্ধ্যা রায়: খুবই দুঃখের খবর। আমি দিদি বলে ডাকতাম। আত্মীয়ের মতোই সম্পর্ক ছিল আমাদের। খুবই প্রাণবন্ত ব্যবহার ছিল দিদির। আমি মর্মাহত। এ কষ্ট বলে বোঝানো যাবে না। শুধু এটুকু বলতে পারি, কাজ দিয়েই মানুষ ওঁকে মনে রাখবেন। প্রসেনজিত্ চট্টোপাধ্যায়: এই ক্ষতির কোনও পরিমাপ হয় না। আমি এঁর আত্মার সান্তি কামনা করি। ইন্দ্রাণী হালদার: ঘুম থেকে উঠে খবরটা পেলাম, শকিং নিউজ। ওর সঙ্গে কোটি কোটি স্মৃতি রয়েছে। গৌতম ঘোষ: আমার সঙ্গে দীর্ঘদিনের পরিচয় ছিল ওঁর। সকালে শুনলাম উনি আর নেই। এ তো ভাবতেই পারছি না। বিরাট ক্ষতি হয়ে গেল। পরমব্রত চট্টোপাধ্যায়: কী বলব বলুন? একজন অভিভাবককে হারালাম। নন্দিতা রায়: বেণুদির রান্নাঘর নামের একটা শো করতাম ওঁর সঙ্গে। আমার মনে হয় ওটা ফার্স্ট কুকারি শো যা তুমুল জনপ্রিয়তা পেয়েছিল। সারাক্ষণই দাদার গল্প করতেন। আজ খবরটা পেয়ে প্রথমেই মনে হল, এ বার দাদার সঙ্গে দেখা হবে। সূত্র : আনন্দবাজার পত্রিকা
×