ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নিয়াজুলের পিস্তল উদ্ধার

প্রকাশিত: ১৮:৫৪, ২৬ জানুয়ারি ২০১৮

নিয়াজুলের পিস্তল উদ্ধার

অনলাইন ডেস্ক ॥ নারায়ণগঞ্জের মেয়র সেলিনা হায়াৎ আইভী ও তার সমর্থকদের ওপর হামলার ঘটনায় নিয়াজুল ইসলাম খানের পিস্তলটি উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে নগরীর চাষাঢ়ার সাধুপলের গির্জার সামনে থেকে একটি ফুলের টবে পলিথিনে মোড়ানো অবস্থায় অস্ত্রটি উদ্ধার করা হয়। এ সময় ১০ রাউন্ড গুলিও উদ্ধার করা হয়। নারায়ণগঞ্জ সদর মডেল থানার দায়িত্বরত ওসি আব্দুর রাজ্জাক এ তথ্য নিশ্চিত করেছেন। নারায়ণগঞ্জ শহরে ফুটপাতে হকার বসানো ও উচ্ছেদ নিয়ে গত ১৬ জানুয়ারি বিকালে মেয়র আইভী ও তার সমর্থকদের ওপর হামলা হয়। এ সময় মেয়র ও তার সমর্থকদের জমায়েতে অস্ত্র উঁচিয়ে গুলি করে আলোচনায় আসেন নিয়াজুল ইসলাম খান। পরে তাকে আইভীর সমর্থকরা রাস্তায় ফেলে মারধর করেন। এ সময় তার পিস্তলটি খোয়া যায়। এটি তার লাইসেন্স করা অস্ত্র বলে জানা গেছে। ঘটনার পর থেকে নিয়াজুল পলাতক। আগে অস্ত্র খোয়া যাওয়ার পর দিনই অস্ত্রের মালিক নিয়াজুল ইসলাম তার ছোট ভাই রিপন খানের মাধ্যমে সদর মডেল থানায় একটি জিডি করেন। ওসি আরও জানান, অস্ত্রটি পুলিশ হেফাজতে আছে। অস্ত্র উদ্ধার করতে পারলেও নিয়াজুলকে এখনও গ্রেফতার করা যায়নি। চাষাঢ়ায় সেদিনের ঘটনায় পাঁচ দিন পর মেয়র আইভীকে পরিকল্পিতভাবে হত্যাচেষ্টার অভিযোগে অস্ত্রধারী নিয়াজুলসহ নয়জনের নাম উল্লেখ করে অজ্ঞাত এক হাজার ব্যক্তিকে আসামি করে অভিযোগ দাখিল করা হয়। সিটি কর্পোরেশনের আইন কর্মকর্তা জিএমএ সাত্তার বাদী হয়ে সদর মডেল থানায় অভিযোগ দাখিল করেন। তবে পুলিশ এটি এখনও মামলা হিসেবে নেয়নি। সদর থানার পরিদর্শক জয়নাল আবেদীন বাদী হয়ে পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেয়ার অভিযোগে অজ্ঞাত ৫০০ লোকের বিরুদ্ধে মামলা করেছেন।
×