ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

এবি ব্যাংকের অর্থপাচার

সাবেক চেয়ারম্যান ওয়াহিদুল হকের জামিন

প্রকাশিত: ০৭:৪৬, ২৬ জানুয়ারি ২০১৮

সাবেক চেয়ারম্যান ওয়াহিদুল হকের জামিন

বিডিনিউজ ॥ এবি ব্যাংকের ১৬৫ কোটি টাকা পাচারের মামলায় গ্রেফতার ব্যাংকটির সাবেক চেয়ারম্যান এম ওয়াহিদুল হক ও কর্মকর্তা আবু হেনা মোস্তফা কামাল জামিন পেলেও গ্রাহক সাইফুল হককে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। দুর্নীতি দমন কমিশনের দায়ের করা এ মামলায় তিন আসামির রিমান্ড আবেদনের শুনানি করে বৃহস্পতিবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত এ আদেশ দেয়। দুদকের সহকারী পরিচালক মোঃ গুলশান আনোয়ার প্রধান বৃহস্পতিবার সকালে মতিঝিল থানায় আটজনকে আসামি করে মুদ্রা পাচার আইনের এ মামলা দায়ের করেন। বিকেলে রমনার মৎস্যভবন এলাকা থেকে ওয়াহিদুল হক, আবু হেনা মোস্তফা কামাল ও সাইফুল হককে গ্রেফতারের কথা জানানো হয় দুদকের পক্ষ থেকে। মামলার বাকি আসামিরা হলেন- এবি ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক শামীম আহমেদ চৌধুরী ও মোঃ ফজলুর রহমান, হেড অব অফশোর ব্যাংকিং ইউনিটের (ওবিইউ) মোহাম্মদ লোকমান, হেড অব কর্পোরেট ব্যাংকিং মোহাম্মদ মাহফুজ উল ইসলাম এবং জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট মোঃ নুরুল আজিম। গ্রেফতারের পর মামলার তিন আসামিকে ঢাকার হাকিম আদালতে হাজির করে ১০ দিন করে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি চান মতিঝিল থানার এসআই গোলাম রাব্বানী। মহানগর হাকিম আবু সাইদ শুনানি শেষে সাইফুলকে তিন দিনের রিমান্ডে পাঠিয়ে ওয়াহিদুল ও মোস্তফা কামালকে ১০ হাজার টাকা মুচলেকায় জামিন দেন।
×