ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সংসদে আলোচনা

খালেদা জিয়ার মানুষের কাছে যাওয়ার কোন অধিকার নেই

প্রকাশিত: ০৭:৪০, ২৬ জানুয়ারি ২০১৮

খালেদা জিয়ার মানুষের কাছে যাওয়ার কোন অধিকার নেই

সংসদ রিপোর্টার ॥ বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া রাজনীতির নামে আগুন ও পেট্রোল বোমা দিয়ে মানুষ হত্যা করেছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য ড. হাছান মাহমুদ। বৃহস্পতিবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে আনীত ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এ অভিযোগ করেন। খালেদা জিয়ার আর মানুষের কাছে যাওয়ার কোন অধিকার নেই মন্তব্য করে তিনি বলেন, তাদের এই নোংরা রাজনীতির প্রতি ধিক্কার জানাই। গবেষণা প্রতিষ্ঠান সিপিডির কঠোর সমালোচনা করে ড. হাছান মাহমুদ বলেন, তারা দেশের উন্নয়ন দেখে না, তাই উন্নয়ন নিয়ে সমালোচনা করে। সিপিডি ওয়ান-ইলেভেনের একটি সুবিধাভোগী প্রতিষ্ঠান। গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কর্নেল (অব) ফারুক খান বলেন, বিএনপি-জামায়াত জোট সংবিধান মানে না। যখনই ভোট আসে তখনই তারা ষড়যন্ত্রে লিপ্ত হয়। দেশবাসীকে জামায়াত-বিএনপির ভয়ভীতি উপেক্ষা করে নির্বাচনে অংশ নেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, আবারও আওয়ামী লীগকে নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী নির্বাচিত করতে হবে। সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদার বলেন, বিএনপি-জামায়াত বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র করতে চায়। কিন্তু দেশবাসী তাদের রুখে দেবে। জাতীয় পার্টির সংসদ সদস্য আমির হোসেন বলেন, আগামী নির্বাচনে সকল স্বাধীনতাবিরোধী শক্তিকে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে। আওয়ামী লীগ দলীয় সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য শিরিন নাঈম বলেন, দেশ জঙ্গীমুক্ত করতে হলে জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করতে হবে।
×