ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

এ্যাডভোকেট চিত্রা রায়;###;সুপ্রীমকোর্ট, বাংলাদেশ

আইনী পরামর্শ

প্রকাশিত: ০৭:০০, ২৬ জানুয়ারি ২০১৮

আইনী পরামর্শ

প্রশ্ন : কলেজে পড়ার সময় আমার সঙ্গে একটি ছেলের প্রেম ছিল। প্রায় দু’[বছর আমরা একসঙ্গে বহু সময় কাটিয়েছি। কিন্তু আমার বাবা, মা তাকে ভালভাবে মেনে না নেয়ায় অন্যত্র একটি ছেলের সঙ্গে আমার বিয়ে ঠিক করে এবং হঠাৎ করেই তার সঙ্গে আমার বিয়ে হয়ে যায়। বিয়ের প্রায় দু-তিন মাস পর আমার পূর্বের প্রেমিক আমার স্বামীর সঙ্গে দেখা করে, তার সঙ্গে আমার প্রেমের বিষয়টি জানায়। প্রথমে আমার স্বামী বিষয়টি পাত্তা না দিলেও আবারও বিষয়টি তাকে জানায় এবং আমার সম্পর্কে বিভিন্ন রকম খারাপ মন্তব্যও করে। এমনকি শ্বশুর, শাশুড়িকেও বিষয়টি জানায়। এতে আমার সংসার জীবনে প্রচ- অশান্তির সৃষ্টি হচ্ছে। আমার এ অশান্তি থেকে পরিত্রাণের কোন পথ আছে কি? উত্তর : আপনি এবং আপনার পরিবার বিষয়টি নিয়ে যে অশান্তিতে আছেন, তা স্পষ্ট। এ রকম ঘটনা আমাদের দেশে প্রায়ই দেখা যায়। এটির আইনগত কোন সমাধান নেই বললেই চলে। এটি একটি সামাজিক সমস্যা। তবে আপনার প্রথম যে ভুলটা হয়েছে, বিয়ে করার আগেই আপনার আগের প্রেমিকের সঙ্গে সম্পর্কের শেষ টেনে আসা উচিত ছিল। যাই হোক এ মুহূর্তে আপনার প্রথম কাজ হবেÑ আপনার স্বামী এবং পরিবারের অন্য সদস্যদের বিশ্বাস করানো যে, আপনি এখন আপনার স্বামীকেই শুধু ভালবাসেন এবং এ সংসারের প্রতি আপনার সবটুকু দায়িত্ব- কর্তব্য রয়েছে। আপনি অতীতে বসে নেই। সবকিছু ভুলে গেছেন। যেহেতু সে আপনার স্বামীর কাছে নির্ধারিত কোন ডকুমেন্টস দিতে পারেনি। আপনার বক্তব্য অনুযায়ী তাই মনে হয়। তাই প্রমাণ ছাড়া আইনী পদক্ষেপে যাওয়া ঠিক হবে না। কিন্তু যদি আপনার স্বামী কিংবা শ্বশুর- শাশুড়ির কাছে কোন রকম কোন ডকুমেন্টস যেমনÑ মোবাইলে কোন ঝগঝ বা কোন হুমকি, কথোপকথনের কোন রেকর্ড থাকে এবং তারা যদি সম্মতি দেয়, (অবশ্য আপনি তাদের প্রতি শ্রদ্ধা রেখে তাদের অনুমতি নেবেন) তাহলে আপনি উপজেলা নির্বাহী অফিসার বা ম্যাজিস্ট্রেটের কাছে বিষয়টি জানাতে পারেন। উনি যদি সন্তুষ্ট হয়ে তদন্ত করে এবং তেমন কোন প্রমাণ পান, তাহলে অন্যায়কারী সাজা পাবেÑ অন্যায়কারীর সাজা অন্যায়ের ধরন বা পরিমাপ হিসেবে ১ থেকে ৩ মাসের মধ্যে হতে পারে।
×