ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নতুন গবেষণা ॥ ছবির গল্প

প্রকাশিত: ০৬:৫৮, ২৬ জানুয়ারি ২০১৮

নতুন গবেষণা ॥ ছবির গল্প

ভাঁজ করা যাবে চাকা গন্তব্যে পৌঁছে ছাতার মতোই ভাঁজ করে গুটিয়ে রাখা যাবে ‘রিভলভ’। এ্যালুমিনিয়াম ফ্রেমের বাতাসবিহীন ২৬ ইঞ্চি স্মার্ট চাকাটি ভাঁজ করে আট ইঞ্চিতে পরিণত করা সম্ভব। ফলে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে সাইকেল বা হুইলচেয়ারের বিভিন্ন অংশের মতো চাকাটিও ভাঁজ করে বহন করা যাবে। জার্মানির আন্দ্রিয়া মোসেলিনের নকশা করা চাকাটি সামনেই বাজারে আসবে। সূত্র: সায়েন্স ডেইলি স্মার্ট ক্লথ কাপড় ভাঁজ করে গুছানোর ঝামেলা থেকে মুক্তি দেবে ‘ফোল্ডিমেট’। অনেকটা প্রিন্টারে পেইজ দেওয়ার মতো করে ডিভাইসটিতে কাপড় প্রবেশ করালেই স্বয়ংক্রিয়ভাবে ভাঁজ হয়ে বের হবে। এর নাম দেয়া হয়েছে ‘স্মার্ট ক্লথ’। যুক্তরাষ্ট্রের প্রযুক্তি প্রতিষ্ঠান ‘ফোল্ডিমেট’-এর তৈরি ডিভাইসটি আগামী বছর বাজারে আসবে। কিনতে গুনতে হবে ৯৮০ ডলার। সূত্র: ডেইলি মেইল শব্দদূষণহীন উচ্চশব্দের গান! রাত যতই গভীর হোক না কেন, গলা ছেড়ে গান গাওয়ার সুযোগ দেবে ‘বেল্টবক্স’। মুখে বিশেষ ধরনের মাস্কটি পরে জোরে গান গাইলেও পাশ থেকে কোনো শব্দ শোনা যাবে না। মানে গান হবে শব্দদূষণহীন উচ্চশব্দের! ফলে পিয়ানো বাজিয়ে যে কোন সময় গানের চর্চাও করা যাবে। পানিরোধক হওয়ায় গোসলের সময়ও গলা ছেড়ে গান গাওয়ার সুযোগ মিলবে। দাম পড়বে ৫০ ডলার। সূত্র: বিবিসি
×