ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সময় এখন হুডির

প্রকাশিত: ০৬:৫৭, ২৬ জানুয়ারি ২০১৮

সময় এখন হুডির

শীতের হিমেল বাতাস বইছে। সেই কানের ভেতর দিয়ে পৌঁছে যেন অবশ করে দিচ্ছে মাথা। কানঢাকা টুপি পরা ছাড়া গতি নেই। শীত তাতে মানে। কিন্তু জিনিসটা তো বড্ড সেকেলে। ফ্যাশনেবল না হলে কি আর তা পরা যায়? এর সমাধান হুডি। জ্যাকেট বা সোয়েটারের শুধু হুডটা টেনে মাথা ঢেকে নেয়া। দেখতেও দারুণ। ব্যস, আর কী চাই? হুড পরা তরুণ-তরুণীর সংখ্যা তাই বাড়ছেই। যে কোন পোশাকের চেহারা বদলে যায় শুধু হুড যোগ করার ফলে। আর শীতে তো এটা দারুণ কার্যকর। এমনকি গরমেও অনেকে হুডসহ শার্ট পরতে পছন্দ করেন। একটু ভিন্নরকম ক্যাজুয়াল ভাব আসে তাতে। অনেকের কাছে সাদামাটা কাটের সোয়েটার পরতে ভাল লাগে না। আবার পাশ্চাত্য ধাঁচের পোশাক পরতেও খুব পছন্দ করেন। হুড দেয়া সোয়েটার বা জ্যাকেট তাই ভাল লাগে তাদের কাছে। শীতে তো পরেনই, গরমেও খাটো হাতার হুডি টপ পরতে ভাল লাগে। তাদের কাছে ডেনিম প্যান্টের সঙ্গে হুডি টপ দারুণ ফ্যাশনেবল বলে মনে হয়। একটা সময় হুডি ব্যবহার হতো শুধু জ্যাকেটেই। জিপারওয়ালা বা জিপার ছাড়া বড় পকেট থাকত পোশাকে। জরুরি জিনিসগুলো বহন করা আবার মাথা ঢাকা দুটো প্রয়োজনই মিটত। তবে এখন রূপ বদলেছে এর। শুধু জ্যাকেট নয়, সোয়েটার, টি-শার্ট নানা ধরনের পোশাকেই হুড জুড়ে দেয়া হচ্ছে। মেয়েদের জন্য করা হচ্ছে নানা কাটের টপ। সঙ্গে থাকছে হুড। একস্ট্যাসি, ক্যাটস আই, ট্রেন্ডজ, ওয়েস্টেকস এসব ব্র্যান্ডের পোশাকের দোকানে পাওয়া যাচ্ছে নানা ডিজাইনের হুডসহ পোশাক। কোনটা কৃত্রিম তন্তুর জ্যাকেট, কোনটা উলের সোয়েটার। আবার সুতি, জর্জেট কাপড়ের টপও আছে। ছাই, কালো, ঘন নীল, মেরুন এই রংগুলো বেশি দেখা যাচ্ছে। তবে মেয়েদের জন্য অন্য উজ্জ্বল রঙের পোশাকও দেখা যাচ্ছে। পোশাকের দোকানগুলোয় হুডি জ্যাকেটের সঙ্গে মেলানো মাফলার পাওয়া যাচ্ছে। নানা রঙা এসব মাফলার বেশ জনপ্রিয় হয়েছে তরুণদের মধ্যে। চামড়ার তৈরি হুডসহ জ্যাকেটও আছে। তবে এর দাম তুলনামূলক বেশি। মেয়েদের জন্য আছে নানা রঙের স্ট্রাইপ দেয়া হুডি টপ। খাটো হাতার এসব টপের সঙ্গে বিপরীত রঙা টি-শার্ট পরা যেতে পারে। ডেনিম প্যান্টের সঙ্গেই হুডি পরা হচ্ছে বেশি। মেয়েরা স্কার্টের সঙ্গেও হুডি পরতে পারেন। পোশাকে হুড ব্যবহারের এ ধারণা নিয়ে দেশি ঢঙে পোশাক তৈরি করছে অনেক ফ্যাশন হাউস। এখন পাট, সুতি কাপড়ে তৈরি ফতুয়ায়ও তা ব্যবহার হচ্ছে। কয়েক বছর ধরেই হুডসহ পোশাক ডিজাইন করা হচ্ছে। ছেলেমেয়ে সবার জন্যই খাদি, সুতি, চেক কাপড়ে তৈরি জ্যাকেট করা হয়েছিল। ফ্যাশন হাউস ‘যাত্রা’য় শিশুদের জন্য হুডসহ পোশাক ডিজাইন করা হয়েছে। মেয়েদের ফ্রক বা ছেলেদের ফতুয়ায় জুড়ে দেয়া হয়েছে হুড। তবে কম দামে বৈচিত্র্যময় ডিজাইনের হুডি কিনতে চাইলে চলে যেতে পারেন বঙ্গবাজার, বদরুদ্দোজা সুপার মার্কেট, নিউমার্কেটে।
×