ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

হাল ফ্যাশন কার্ডিগানে

প্রকাশিত: ০৬:৫৬, ২৬ জানুয়ারি ২০১৮

হাল ফ্যাশন কার্ডিগানে

একটা সময় তরুণীদের শীতের পোশাক বলতেই ছিল কার্ডিগান। মাঝখানে ফ্যাশনেবল না হওয়ার কারণে অন্য শীত পোশাক জায়গা করে নেয়। কিন্তু এই পছন্দের পোশাকটি আবার ফিরে এসেছে। হারানো গৌরব উদ্ধার করতে চলেছে এ পোশাকটি। তবে দৈর্ঘ্য আগের চেয়ে একটু বেড়ে গেছে। কার্ডিগানের নতুন কাটের ক্ষেত্রে প্রযোজ্য হলো, যে ধরনের কার্ডিগান আসছে, তাতে শীত ও ফ্যাশন দুটোরই মুক্তি ঘটবে। অনেক ধরনের বৈচিত্র্য থাকছে কার্ডিগানে। রং ও ডিজাইনে থাকছে ভিন্নতা। রাউন্ড কলার কিংবা ভিশেপের কার্ডিগানই বেশি থাকবে। হাতা হবে ফুলসিøভ। পাতলা ফুলসিøভ কার্ডিগানের সঙ্গে সঙ্গে মিলবে মোটা ফুলসিøভও। আর বেশি শীতে জ্যাকেটের নিচে পরা যাবে, থাকছে এমন কার্ডিগানও হিম হিম ঠা-ায় ওম মানে শীতের কাপড়। সেই সঙ্গে ফ্যাশনেও। তাই শীত নিবারণে ঠিকই আমরা শীতের কাপড় পরি কিন্তু মন থাকে খুঁতখুঁতে ফ্যাশন ঠিকমতো হলো তো! এমন ভাবনায় সারাক্ষণ যারা বিভোর তারা এই সময়টাতে ব্যবহার করতে পারেন আকর্ষণীয় কার্ডিগান। এই কার্ডিগান যেমন পরতে পারবেন সালোয়ার-কামিজ, ফ্যাশনেবল পোশাকের সঙ্গে, তেমনি শাড়ির সঙ্গেও। কোনভাবেই ক্ষুণœœ হবে না আপনার ফ্যাশন। কাঁপবেন না শীতে ঠকঠক। শীতেও সমানতালে চলবে নিজেকে ফ্যাশনেবল রাখা। শীত ফ্যাশনে কার্ডিগান তরুণ-তরুণী সবার কাছেই খুব জনপ্রিয়। বিভিন্ন রং তো বটেই, গাঢ় রঙের পোশাক এ সময়টায় দারুণ মানিয়ে যায়। ঠা া হাওয়ায় কার্ডিগান অন্যতম পোশাক। প্রায় প্রতিটি ফ্যাশন হাউসেই দেখা মিলবে কার্ডিগানের। বর্ণিল কার্ডিগানগুলো ফ্যাশন ট্রেন্ডে যোগ করেছে অন্যরকম মাত্রা। একটা সময় ছিল যখন শীত নিবারণই মুখ্য ছিল। কিন্তু সময়ের পরিক্রমায় পরিবর্তন এসেছে সর্বক্ষেত্রে। ফ্যাশন হাউসও সে আওতার বাইরে নয়। কার্ডিগান এখন শুধু শীত নিবারণের পোশাক নয় বরং ফ্যাশনেবল। অনেক ভেরিয়েশন এসেছে কার্ডিগানে। রং এবং ডিজাইনে এসেছে ভিন্নতা। রাউন্ড কলার কিংবা ভিশেপের কার্ডিগান এখন দারুণ চলছে। রীতিমতো শীত ফ্যাশনের অনুষঙ্গ হচ্ছে এই কার্ডিগান। অন্যান্য পোশাকের মতো কার্ডিগান নিয়েও গবেষণা চালাতে হয়। ক্রেতাদের রুচি ও চাহিদা অনুযায়ী প্রস্তুত করতে হয় কার্ডিগান। কারণ ক্রেতারা তা কেনার ক্ষেত্রেও রুচির পরিচয় দিয়ে থাকেন। যে কারণে যেনতেন কার্ডিগান ক্রেতাদের সামনে হাজির করা যায় না। কার্ডিগানের রকমভেদ রয়েছে অনেক। পাতলা ফুলসিøভ যেমন রয়েছে তেমন রয়েছে মোটা ফুলসিøভ কার্ডিগান যা দেখতে খুবই আকর্ষণীয়। কালার ভেরিয়েশনও লক্ষ্য করার মতো। সব বয়সীদের জন্য থাকলেও তরুণ প্রজন্ম কার্ডিগানের ব্যাপারে সবচেয়ে আগ্রহী। তারা কালার এবং ডিজাইনের ক্ষেত্রে সবচেয়ে চুজি। ফ্যাশন ট্রেন্ডের ধারার পরিবর্তন কিংবা পরিবর্ধন করে থাকে তরুণরাই। সে কারণেই তাদের প্রাধান্য দেয়া হয়। দেশের প্রায় প্রতিটি আউটলেটেই। একটা সময় তরুণীদের শীতের পোশাক বলতেই ছিল কার্ডিগান। মাঝখানে ফ্যাশনেবল না হওয়ার কারণে অন্য শীত পোশাক জায়গা করে নেয়। কিন্তু এই পছন্দের পোশাকটি আবার ফিরে এসেছে। হারানো গৌরব উদ্ধার করতে চলেছে এ পোশাকটি। তবে দৈর্ঘ্য আগের চেয়ে একটু বেড়ে গেছে। কার্ডিগানের নতুন কাটের ক্ষেত্রে প্রযোজ্য হলো, যে ধরনের কার্ডিগান আসছে, তাতে শীত ও ফ্যাশন দুটোরই মুক্তি ঘটবে। অনেক ধরনের বৈচিত্র্য থাকছে কার্ডিগানে। রং ও ডিজাইনে থাকছে ভিন্নতা। রাউন্ড কলার কিংবা ভিশেপের কার্ডিগানই বেশি থাকবে। হাতা হবে ফুলসিøভ। পাতলা ফুলসিøভ কার্ডিগানের সঙ্গে সঙ্গে মিলবে মোটা ফুলসিøভও। আর বেশি শীতে জ্যাকেটের নিচে পরা যাবে, থাকছে এমন কার্ডিগানও। কার্ডিগানের রং বিষয়ে ডিজাইনার শাহীন আহমেদ জানান, লাল, নীল, সবুজ, সাদা, বেগুনি, কমলা, গোলাপিসহ রঙিন সব নকশা ও বুননের নজরকাড়া কার্ডিগান থাকবে। পাশাপাশি কালো, ছাই, বাদামি রংগুলো তো থাকছেই। নতুনত্ব দিতে ঝোলা আলখাল্লার মতো একটা ফুলহাতার কার্ডিগান আসছে, যা সবার পছন্দ হবে। এ ছাড়া আছে বডিফিটেড, কোমর ও হাতের কাছে কিছুটা চাপা কার্ডিগান। ওয়েস্টার্ন স্টাইলে যোগ হয়েছে বেল্ট। আঁটসাঁটর পাশাপাশি একটু ঘের দেয়া ঢোলা পরিধেয়টিতেও ভাল মানাবে। চাইলে বেছে নিতে পারেন চুড়িদার হাতাসহ লম্বা ঝুলেরও। আবার ওভারকোট স্টাইলে তৈরি কার্ডিগানও থাকছে। কিছু কিছু ক্ষেত্রে প্রিন্ট ও নতুন মোটিফের সংযোজনে পাল্টে গেছে কার্ডিগানের চেহারা। সব ধরনের কার্ডিগানই তৈরি হচ্ছে কেবল নিট বা উল দিয়ে। এসব কার্ডিগান টি-শার্ট, টপস কিংবা শার্টের ওপর যেমন চাপাতে পারেন, তেমনি জড়াতে পারেন সালোয়ার-কামিজ কিংবা শাড়ির ওপর। লং কার্ডিগানই শাড়ির সঙ্গে বেশি মানায়। তবে আঁচল অবশ্যই সুন্দরভাবে ভাঁজ করে নিতে হবে। চাইলে শাড়ির আঁচল গলা দিয়ে স্কার্ফের মতো নিতে পারেন। ফ্যাশনে এখন লেগিংস-কুর্তি যেমন জমিয়ে ছিল তেমনি পালাজ্জোও দাপিয়ে বেড়িয়েছে ফ্যাশনবাজার। সবকিছুর সঙ্গেই চলবে এই লং কার্ডিগান এবং কার্ডিগান। যদি ছোট চুল থাকে তাহলে তো কথাই নেই। ফ্যাশনেবল কার্ডিগানে শাড়ি কিংবা সালোয়ার-কামিজে খোঁপা-পনিটেইল করে বেঁধে নিতে পারেন চুলগুলোকে। ইচ্ছা করলে লম্বা চুল রাখতে পারেন ছড়িয়েও। সাজটাও হবে ইচ্ছামতো। স্বতন্ত্রময়। বসুন্ধরা সিটি, পলওয়েল, ইস্টার্ন প্লাজা, রাপা প্লাজা, এ আর প্লাজা, আজিজ সুপার মার্কেটসহ বিভিন্ন জায়গায় পছন্দের কার্ডিগান পাওয়া যাবে। এ ছাড়া ইয়েলো, ইনফিনিটি, ওয়েসটেকস, ক্যাটস আই আনলিমিটেড, লা-রিভ, অঞ্জন’স, ব্যাঙসহ বিভিন্ন ফ্যাশন হাউসে পাবেন। ৬৫০ থেকে শুরু করে ১২ হাজার টাকার মধ্যে ভাল কার্ডিগান পাবেন। কিছু পাতলা কার্ডিগানের দাম ৩৫০ থেকে এক হাজার টাকায় মিলবে। গার্মেন্টের তৈরি লং কার্ডিগানের দাম পড়বে এক হাজার থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত। যারা একটু কম বাজেটের মধ্যে কিনতে চান, তারা নিউ মার্কেট, ধানম-ি হকার্স মার্কেট, গাউছিয়া, মৌচাক মার্কেট, বঙ্গবাজার ইত্যাদি শপিং সেন্টারে যেতে পারেন।
×