ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মাশরাফি-সাকিবদের সম্মাননা তুষার-রাজ্জাককে

প্রকাশিত: ০৬:২৮, ২৬ জানুয়ারি ২০১৮

মাশরাফি-সাকিবদের সম্মাননা তুষার-রাজ্জাককে

স্পোর্টস রিপোর্টার ॥ কয়েকদিন আগেই প্রথম শ্রেণীর ক্রিকেটে বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে ১০ হাজার রানের মাইলফলক পেরিয়েছেন তুষার ইমরান। আর প্রথম বোলার হিসেবে ৫০০ উইকেট নিয়েছেন বাঁহাতি স্পিনার আব্দুর রাজ্জাক। একসময় জাতীয় দলে খেলা এই দুই ক্রিকেটারের কীর্তিতে সম্মান জানিয়েছেন জাতীয় দলের দুই অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ও সাকিব আল হাসানসহ বর্তমান জাতীয় দলের ক্রিকেটারা। বৃহস্পতিবার শ্রীলঙ্কার বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের ফাইনালপূর্ব ম্যাচের আগে তুষার ও রাজ্জাকের হাতে স্মারক ক্রেস্ট তুলে দেন মাশরাফি ও সাকিব। সদ্য সমাপ্ত বাংলাদেশ ক্রিকেট লীগের (বিসিএল) দ্বিতীয় রাউন্ডে এ দুই অভিজ্ঞ ক্রিকেটার এই মাইলফলকগুলো স্পর্শ করেন। এখন পর্যন্ত ১৫৫ ম্যাচ খেলে প্রথম শ্রেণীর ক্রিকেটে তুষার ইমরানের মোট রান ১০ হাজার ১৮৫। এর মধ্যে আছে রেকর্ড সংখ্যক ২৬ সেঞ্চুরি ও ৫৪ হাফ সেঞ্চুরি। তার হাতে বিশেষ ক্রেস্ট তুলে দেন ওয়ানডে অধিনায়ক মাশরাফি। আর রাজ্জাক ১১৪ ম্যাচ খেলে তুলে নিয়েছেন ৫১০ উইকেট। এর মধ্যে ইনিংসে ৩১ বার পাঁচ বা এরচেয়ে বেশি উইকেট নিয়েছেন। তার হাতে স্মারক ক্রেস্ট তুলে দেন টেস্ট ও টি২০ অধিনায়ক সাকিব। তুষার ও রাজ্জাকের কীর্তির বিষয়ে কদিন আগে দারুণ প্রশংসা করেছিলেন মাশরাফি। এবার এ দুজনকে স্মারক উপহার তুলে দিয়ে আনুষ্ঠানিকভাবে তাদের সম্মান জানালেন মাশরাফি-সাকিবরা।
×