ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ফাইনালে দলে ফিরলেন ইমরুল

প্রকাশিত: ০৬:২৮, ২৬ জানুয়ারি ২০১৮

ফাইনালে দলে ফিরলেন ইমরুল

স্পোর্টস রিপোর্টার ॥ ত্রিদেশীয় সিরিজের ফাইনাল শনিবার। সেখানে টানা দুই ম্যাচ জিতেই পৌঁছে যায় স্বাগতিক বাংলাদেশ দল। প্রথম দুই ম্যাচের স্কোয়াডে ইমরুল কায়েস থাকলেও তাকে পরের দুই ম্যাচের দল থেকে বাদ দেয়া হয়েছিল। ফাইনাল ম্যাচের ঘোষিত দলে আবার ফিরেছেন তিনি। বৃহস্পতিবার সন্ধ্যায় ফাইনালের জন্য দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগের দলটি অপরিবর্তিত রেখে শুধু ইমরুলকে যোগ করা হয়েছে সেখানে। ত্রিদেশীয় সিরিজে প্রথম দুই ম্যাচের জন্য ১৬ সদস্যের যে দলটি ঘোষণা করা হয়েছিল সেখানে নাম ছিল ওপেনার ইমরুলের। কিন্তু তাকে না খেলিয়ে দীর্ঘদিন পর দলে ফেরা এনামুল হক বিজয়কেই খেলানো হয়েছে। আর ইমরুল মূলত ম্যাচ খেলার জন্য প্রয়োজনীয় ফিটনেস না থাকায় তাকে পরের দুই ম্যাচের জন্য ঘোষিত ১৫ সদস্যের দল থেকে বাদ দেয়া হয়েছিল। এর পরিবর্তে চলমান প্রথম শ্রেণীর ফ্র্যাঞ্চাইজি আসর বাংলাদেশ ক্রিকেট লীগের (বিসিএল) তৃতীয় রাউন্ডে খেলার সুযোগ দেয়া হয়। বিসিএলে নেমে নিজেকে ম্যাচ খেলার জন্য পুরোপুরি ফিট প্রমাণ করতে সক্ষম হয়েছেন ইমরুল। তিনি প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চলের হয়ে এক ইনিংস ব্যাট করার সুযোগ পেয়েই ১১৮ রানের দারুণ এক ইনিংস উপহার দেন। এর মধ্যে টানা ৪ ম্যাচে খেলেছেন বিজয়। কারণ বিকল্প আর কোন ওপেনার ছিল না স্কোয়াডে। বিজয় ৪ ম্যাচে করেছেন ১৯, ৩৫, ১, ০- মাত্র ৫৫ রান। তার ওপর নির্বাচকদের রাখা আস্থার প্রতিদান বিন্দুমাত্র দিতে পারেনি। আর ইমরুলও নিজেকে ওদিকে প্রমাণ করেছেন। তাই ফাইনালের স্কোয়াডে ফিরেছেন তিনি। তবে বিজয়ও ১৬ সদস্যের স্কোয়াডে জায়গা ধরে রেখেছেন। দুই ম্যাচের বাংলাদেশ দল ॥ মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহঅধিনায়ক), তামিম ইকবাল, এনামুল হক বিজয়, ইমরুল কায়েস, মুশফিকুর রহীম, মাহমুদুল্লাহ রিয়াদ, নাসির হোসেন, মোহাম্মদ মিঠুন, সাব্বির রহমান, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, আবুল হাসান রাজু, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন ও সানজামুল ইসলাম।
×